ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি Logo জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ইদ্রিস মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত Logo কর্ণফুলীতে বিষপানের ১৭ দিন পর গৃহবধূর মৃত্যু Logo মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে এক নতুন শহর: প্রধান উপদেষ্টা Logo জবিতে প্রথমবারের মতে মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন, ছয়’শ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল Logo ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে Logo টঙ্গীতে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি Logo জোটে থেকে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ Logo এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রলীগ নেতা জুলিয়াসের রিট

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে একাধিক বিষয়ে ও বিষয় কোডে ভুল ধরা পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। কেউ একজনের এডমিটে ১টি, আবার কারো ক্ষেত্রে ২, ৩ বা ৪টি পর্যন্ত ভুল বিষয় ও কোড লেখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা যেসব বিষয় গ্রহণ করেননি বা কখনও পড়েননি, সেসব বিষয়েই এখন পরীক্ষা দিতে হচ্ছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আশুলিয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে বেরিবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন, যাত্রী ও অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “কাল আমাদের পরীক্ষা। অথচ এখন এডমিটে এমন সব বিষয়ের নাম এসেছে, যেগুলো আমরা কখনো পড়িনি। কেউ কোড ভুল, কেউ বিষয়ই ভুল পেয়েছে। এই অবস্থায় আমরা পরীক্ষা দেব কীভাবে?”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা দাবি করেন, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এই বিপর্যয় ঘটেছে।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি:
1. ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন
2. দায়ী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের অপসারণ
3. শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত
এ ব্যাপারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া-সাভার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
অভিভাবকরা বলেন, “আমরা চাই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলা না করে।”
এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আপডেট সময় ০৩:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে একাধিক বিষয়ে ও বিষয় কোডে ভুল ধরা পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। কেউ একজনের এডমিটে ১টি, আবার কারো ক্ষেত্রে ২, ৩ বা ৪টি পর্যন্ত ভুল বিষয় ও কোড লেখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা যেসব বিষয় গ্রহণ করেননি বা কখনও পড়েননি, সেসব বিষয়েই এখন পরীক্ষা দিতে হচ্ছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আশুলিয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে বেরিবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন, যাত্রী ও অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “কাল আমাদের পরীক্ষা। অথচ এখন এডমিটে এমন সব বিষয়ের নাম এসেছে, যেগুলো আমরা কখনো পড়িনি। কেউ কোড ভুল, কেউ বিষয়ই ভুল পেয়েছে। এই অবস্থায় আমরা পরীক্ষা দেব কীভাবে?”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা দাবি করেন, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এই বিপর্যয় ঘটেছে।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি:
1. ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন
2. দায়ী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের অপসারণ
3. শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত
এ ব্যাপারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া-সাভার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
অভিভাবকরা বলেন, “আমরা চাই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলা না করে।”
এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।