ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত Logo দোহারে ডাকাতির মামলার ০৪ জন আসামী গ্রেফতার Logo গোবিন্দগঞ্জে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক Logo অনুপ্রবেশের দায়ে আওয়ামী লীগ নেতা পশ্চিমবঙ্গে গ্রেফতার Logo ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা Logo ফাঁস হওয়া অডিওতে হাসিনার গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি Logo মুহুরী নদীর বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত,প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম Logo চবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে মোহাম্মদ আলী,পারভেজ Logo সাটুরিয়ায় গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাদের ছিনিয়ে নিতে এসে আরো ৪ জন গ্রেফতার Logo চীন সফরে যাচ্ছে জামায়াতের আমীর

গোবিপ্রবিতে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা। আনন্দঘন পরিবেশে কেক কাটা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “গোবিপ্রবিকে একটি গবেষণামুখী ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী অনুষ্ঠানে গোটা ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণচঞ্চল।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

গোবিপ্রবিতে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১০:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা। আনন্দঘন পরিবেশে কেক কাটা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “গোবিপ্রবিকে একটি গবেষণামুখী ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী অনুষ্ঠানে গোটা ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণচঞ্চল।