ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্রের মুখ চেপে ধরা ডিসি মাসুদের ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ডিএমপির Logo আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা Logo অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন Logo ‘সকল সরকারই গাদ্দারি করেছে, মানুষ জামায়াতে ইসলামীর দিকেই তাকিয়ে আছে’ Logo এত দুর্বল সরকার আগে দেখেছেন? প্রশ্ন মাসুদ কামালের

মৌলভীবাজারে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২

মৌলভীবাজারে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে মিষ্টির দোকানের কারখানায় ঢুকতে না দেয়ায় দোকানের মালিক ও কর্মচারীর উপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে রাজনগর বাজারের অঞ্জুলী মিষ্টি ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জুলী মিষ্টি ঘরে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দিন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় তার হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দোকানের পেছনের কারখানা থেকে আনতে কর্মচারীকে বলেন। এসময় কয়ছর উদ্দীন বাবুও কর্মচারী পঙ্কজ দাশের পেছন পেছন কারখানায় ঢুকতে গেলে কর্মচারী তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড়থাপ্পর মারেন। ভিতরে থাকা মিষ্টির কারিগর এগিয়ে গেলে তাকেও মারধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজকে আনতে যান। নাহাজ খাঁন আসার পর দোকানের ভিতরের দরজা খুললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু দোকানের মালিক পদ্ম কুমারের ওপর হামলে পরেন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবির ধারালো অংশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দের মাথায় আঘাত পান। তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খাঁন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জনপ্রিয় সংবাদ

ছাত্রের মুখ চেপে ধরা ডিসি মাসুদের ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ডিএমপির

মৌলভীবাজারে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২

আপডেট সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে মিষ্টির দোকানের কারখানায় ঢুকতে না দেয়ায় দোকানের মালিক ও কর্মচারীর উপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে রাজনগর বাজারের অঞ্জুলী মিষ্টি ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জুলী মিষ্টি ঘরে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দিন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় তার হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দোকানের পেছনের কারখানা থেকে আনতে কর্মচারীকে বলেন। এসময় কয়ছর উদ্দীন বাবুও কর্মচারী পঙ্কজ দাশের পেছন পেছন কারখানায় ঢুকতে গেলে কর্মচারী তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড়থাপ্পর মারেন। ভিতরে থাকা মিষ্টির কারিগর এগিয়ে গেলে তাকেও মারধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজকে আনতে যান। নাহাজ খাঁন আসার পর দোকানের ভিতরের দরজা খুললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু দোকানের মালিক পদ্ম কুমারের ওপর হামলে পরেন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবির ধারালো অংশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দের মাথায় আঘাত পান। তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খাঁন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।