যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৫ শিশু নিখোঁজ রয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এক সাংবাদিক সম্মেলনে প্যাট্রিক বলেছেন, ৪৫ মিনিটের মধ্যে, গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট উপরে উঠেছিল এবং এটি একটি ধ্বংসাত্মক বন্যায় রূপ নেয়। এতে বিপুল পরিমাণে সম্পদ এবং দুঃখজনকভাবে ডজনখানেক জীবন কেড়ে নিয়েছে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সকালে, রাজ্যে আকস্মিক বন্যার কারণে পার্বত্য দেশ এবং কনচো ভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। পড়ে টেক্সাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে অস্টিন এবং রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি শহরেও উৎসব নষ্ট করেছে।