ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম Logo আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা Logo জামায়াতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা Logo পাবনায় জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশ অনুষ্ঠিত Logo কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?-প্রশ্ন ছাত্রশিবির সভাপতির Logo এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে Logo ছাত্রদল নেতার নির্দেশ: ফেক আইডি খুলে দৈনিক ১০টি করে পোস্ট দিতে হবে Logo সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি Logo নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন: জামায়াত আমির Logo লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

ফ্রান্সে ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ লাখ যাত্রী

ফ্রান্সের বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের কারণে ৩ ও ৪ জুলাই ১৫০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ লাখেরও বেশি যাত্রী।

ইউরোপীয় শিল্প সংস্থা এয়ারলাইন্স ফর ইউরোপ বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এয়ারলাইনস ফর ইউরোপ (এ৪ই) আজ (বৃহস্পতিবার) ও আগামীকালের (শুক্রবার) ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের তীব্র নিন্দা জানায়।

এতে আরও বলা হয়েছে, গ্র্যান্ড ডিপার্টের সময় ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা তাদের কাজ বর্জন করার কারণে ফ্রান্স এবং ইউরোপ জুড়ে কয়েক হাজার যাত্রী তাদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে; গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এটি অন্যতম ব্যস্ততম সময়।

বিমান চলাচল নিয়ন্ত্রণের প্রধান ওউরানিয়া জর্জৌতসাকো বলেন, ‘এই ধর্মঘট অসহনীয়’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর নিসের অর্ধেক ফ্লাইট এবং ইউরোপের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর প্যারিস অরলি এবং প্যারিস চার্লস ডি গল-এর এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

৫১ বছর বয়সি ব্যাংক কর্মী নাদিয়া রিভেট। ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয় দিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পাউ থেকে তার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। আরও খারাপ পরিস্থিতি রয়েছে, তবে এটি বিরক্তিকর। ’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ৯৩৩টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ডিজিএসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রায় এক হাজার কর্মীর মধ্যে ২৭২ জন এই ধর্মঘটে ছিলেন।

ঢাকা ভয়েস ২৪/সোভান

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

ফ্রান্সে ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ লাখ যাত্রী

আপডেট সময় ১১:৫৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

ফ্রান্সের বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের কারণে ৩ ও ৪ জুলাই ১৫০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ লাখেরও বেশি যাত্রী।

ইউরোপীয় শিল্প সংস্থা এয়ারলাইন্স ফর ইউরোপ বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এয়ারলাইনস ফর ইউরোপ (এ৪ই) আজ (বৃহস্পতিবার) ও আগামীকালের (শুক্রবার) ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের তীব্র নিন্দা জানায়।

এতে আরও বলা হয়েছে, গ্র্যান্ড ডিপার্টের সময় ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা তাদের কাজ বর্জন করার কারণে ফ্রান্স এবং ইউরোপ জুড়ে কয়েক হাজার যাত্রী তাদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে; গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এটি অন্যতম ব্যস্ততম সময়।

বিমান চলাচল নিয়ন্ত্রণের প্রধান ওউরানিয়া জর্জৌতসাকো বলেন, ‘এই ধর্মঘট অসহনীয়’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর নিসের অর্ধেক ফ্লাইট এবং ইউরোপের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর প্যারিস অরলি এবং প্যারিস চার্লস ডি গল-এর এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

৫১ বছর বয়সি ব্যাংক কর্মী নাদিয়া রিভেট। ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয় দিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পাউ থেকে তার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। আরও খারাপ পরিস্থিতি রয়েছে, তবে এটি বিরক্তিকর। ’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ৯৩৩টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ডিজিএসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রায় এক হাজার কর্মীর মধ্যে ২৭২ জন এই ধর্মঘটে ছিলেন।

ঢাকা ভয়েস ২৪/সোভান