ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

 ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঢাকার ধামরাইয়ে গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে হাবিবুর রহমান হাবিব নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর মিলগেট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ২৯ জুন রাত ১টার দিকে ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হাবিবুরের বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের ব্যাটারি উদ্ধার করে।
গ্রেপ্তার যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব ওরফে সুজন (৩২) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের মো. বাছেদের ছেলে।
ব্যাটারি চুরি হওয়া গাড়ির মালিক যুবদল নেতা আরিয়ান রুবেল বলেন, গত রমজান মাসের ২০ রোজার দিকে ট্রাকটি আবুল হাশেম বকুল মেম্বারের বোর্ড মিলের সামনে পার্কিং করে রাখা হয়। তার কিছুদিন পরে ওই গাড়ি থেকে ব্যাটারি, চাকা, তেলসহ প্রয়োজনীয় গাড়ির বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। চুরির বিষয়টি আমি ঈদের তিন দিন আগে জানতে পারি। জানার পরপরই কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ বলেন, ব্যাটারি চুরির অভিযোগে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার নির্দেশ: ফেক আইডি খুলে দৈনিক ১০টি করে পোস্ট দিতে হবে

ধামরাইয়ে ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
ঢাকার ধামরাইয়ে গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে হাবিবুর রহমান হাবিব নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর মিলগেট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ২৯ জুন রাত ১টার দিকে ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হাবিবুরের বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের ব্যাটারি উদ্ধার করে।
গ্রেপ্তার যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব ওরফে সুজন (৩২) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের মো. বাছেদের ছেলে।
ব্যাটারি চুরি হওয়া গাড়ির মালিক যুবদল নেতা আরিয়ান রুবেল বলেন, গত রমজান মাসের ২০ রোজার দিকে ট্রাকটি আবুল হাশেম বকুল মেম্বারের বোর্ড মিলের সামনে পার্কিং করে রাখা হয়। তার কিছুদিন পরে ওই গাড়ি থেকে ব্যাটারি, চাকা, তেলসহ প্রয়োজনীয় গাড়ির বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। চুরির বিষয়টি আমি ঈদের তিন দিন আগে জানতে পারি। জানার পরপরই কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ বলেন, ব্যাটারি চুরির অভিযোগে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় তাকে আদালতে পাঠানো হবে।