ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা Logo চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য Logo চাকসু নির্বাচন: ২৫০ সিসি ক্যামেরায় পর্যবেক্ষন হচ্ছে ভোটের পরিস্থিতি Logo চাকসু: আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল-শিবিরের Logo চাকসু নির্বাচনে শিবির প্যানেলকে জরিমানার খবরটি সঠিক নয়: নির্বাচন কমিশনার Logo পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট Logo চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Logo মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ

সারাদেশে শিবির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সারাদেশে শিবির নেতাকর্মীদেরকে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, “দেশের গণতন্ত্র রক্ষা ও অবিচারের বিরুদ্ধে মুক্তিকামী জনতাকে দমন করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সারাদেশে গণগ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। অস্তিত্ব সংকটে থাকা অবৈধ সরকার ভারসাম্যহীনের মত আচরণ করছে।

গতকাল ১৬ নভেম্বর শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দিনাজপুরে ১ জন, রাজশাহীতে ২ জন, গাজীপুরে ১ জন, লক্ষ্মীপুরে ২ জন, বরিশালে ৭ জন, চট্টগ্রামে ৪ জন, পঞ্চগড়ে ১ জন, সাতক্ষীরায় ১ জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গণগ্রেফতার করে অবৈধ সরকার তাদের বিকৃত বাকশালী রুপ প্রকাশ করছে। সরকার যে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তা তাদের আচরণে স্পষ্ট ফুটে উঠেছে।”

নেতৃবৃন্দ বলেন, “জনগণ গণআন্দোলনের দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। আর ফ্যাসিবাদি সরকার গ্রেফতার নির্যাতনের মাধ্যমে নিজেদের দেওলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। অপকর্মের কারণে দেশ-বিদেশে ধিকৃত ও প্রত্যাখ্যাত সরকার ভারসাম্যহীন হয়ে পড়েছে। যা এখন জনগণের সামনে পরিস্কার। অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সুতরাং গ্রেফতার নির্যাতন করে শেষ রক্ষা হবে না। জনগণকে প্রতিপক্ষ বানানোর ফল ফ্যাসিবাদি সরকারকে ভোগ করতে হবে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গণগ্রেফতার বন্ধ করতে হবে। গ্রেফতার ও নির্যাতনে আন্দোলন দমে যাবে না বরং জনধিকৃত সরকারের পতনই তরান্বিত হবে ইনশাআল্লাহ।”

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

সারাদেশে শিবির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ১১:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

সারাদেশে শিবির নেতাকর্মীদেরকে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, “দেশের গণতন্ত্র রক্ষা ও অবিচারের বিরুদ্ধে মুক্তিকামী জনতাকে দমন করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সারাদেশে গণগ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। অস্তিত্ব সংকটে থাকা অবৈধ সরকার ভারসাম্যহীনের মত আচরণ করছে।

গতকাল ১৬ নভেম্বর শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দিনাজপুরে ১ জন, রাজশাহীতে ২ জন, গাজীপুরে ১ জন, লক্ষ্মীপুরে ২ জন, বরিশালে ৭ জন, চট্টগ্রামে ৪ জন, পঞ্চগড়ে ১ জন, সাতক্ষীরায় ১ জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গণগ্রেফতার করে অবৈধ সরকার তাদের বিকৃত বাকশালী রুপ প্রকাশ করছে। সরকার যে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তা তাদের আচরণে স্পষ্ট ফুটে উঠেছে।”

নেতৃবৃন্দ বলেন, “জনগণ গণআন্দোলনের দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। আর ফ্যাসিবাদি সরকার গ্রেফতার নির্যাতনের মাধ্যমে নিজেদের দেওলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। অপকর্মের কারণে দেশ-বিদেশে ধিকৃত ও প্রত্যাখ্যাত সরকার ভারসাম্যহীন হয়ে পড়েছে। যা এখন জনগণের সামনে পরিস্কার। অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সুতরাং গ্রেফতার নির্যাতন করে শেষ রক্ষা হবে না। জনগণকে প্রতিপক্ষ বানানোর ফল ফ্যাসিবাদি সরকারকে ভোগ করতে হবে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গণগ্রেফতার বন্ধ করতে হবে। গ্রেফতার ও নির্যাতনে আন্দোলন দমে যাবে না বরং জনধিকৃত সরকারের পতনই তরান্বিত হবে ইনশাআল্লাহ।”