বুধবার (২ জুলাই ) দুপুর ১ ঘটিকায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির গাবতলীস্থ স্থায়ী ক্যাম্পাসে বর্তমান এবং সাবেক ছাত্রদের উদ্যোগে সংবাদ সম্মেলন টি অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলন বক্তারা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অবৈধভাবে দখল করে নেয়া বর্তমান চেয়ারমেন আহমেদ ফরহাদ খান তানিমের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অন্যায় ভাবে ছাটাই সহ আরো বেশ কিছু অভিযোগ তুলে ধরেন।
অভিযোগগুলো হলো:
১. বিশ্ববিদ্যালয়ের শ্যামলি ক্যাম্পাসের ৩০ কোটি মুল্যের ১০ হাজার স্কয়ারফুটের ফ্লোর বিক্রি
২. ভুয়া এজিএম দেখিয়ে ট্রাস্টি বোর্ড থেকে জোর পুর্বক ৪ জন কে বাতিল করে নিজের স্ত্রীর ভগ্নিপতি সহ পরিবারের সদস্যদের নিয়ে ট্রাস্টি বোর্ড গঠন।
৩. জোর পূর্বক বিনা পুর্ব নোটিশে ৩০ এর অধিক কর্মকর্তা কর্মচারি কে চাকুরী থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা।
৪.প্রতিবাদি সাধারন ছাত্রদের কে হুমকি, হামলা, মামলার ভয় দেখানো।
৫. অবৈধ ভাবে কোন মিটিং অনুমোদন ছাড়াই ভবনের সংস্কার করা এবং নিজের ভগ্নিপতিকে ঠিকাদারি দিয়ে ব্যবসা করা।
৬. নিজের অযোগ্য আত্নীয় স্বজন দের কে অনৈতিক ভাবে চাকুরিতে নেয়া।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ,মো: শরীফুল ইসলাম (৪র্থ ব্যাচ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট)মশিউর রহমান রাঙা (আইন বিভাগ)
মেহেদি হাসান (আইন বিভাগ)
এছাড়াও সাধারন শিক্ষার্থীরা উপস্থিত থেকে UGC, শিক্ষা মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত সমাধান চান।।