রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়্যুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা।
কবি নজরুল সরকারি কলেজ শাখা কনজ্যুমার ইয়্যুথ বাংলাদেশ (সিওয়াইবি)- এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজ শাখা কনজ্যুমার ইয়্যুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর সভাপতি মোঃ আশিকুর রহমান সরল। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও ,অনুষ্ঠানে কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর নির্বাহী পরিচালক এবং দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহবুব ডিজিটাল জগতে চাকরির সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক জাহিদুর ইসলাম মিয়াজী। এছাড়াও, অফিসিয়াল সিভি লেখার কৌশল সম্পর্কে আলোচনা করেন বিডি জবস ডট কম এর এজিএম মুহাম্মদ আলি ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তোমরা যারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে এ অনুষ্ঠানে এসেছো তাদের ধন্যবাদ। অল্প সময় অবলোকন করে বুঝতে পারলাম অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয় আছে। আমি আশা করি, ক্যারিয়ার ভিত্তিক এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে।
উক্ত ক্যারিয়ার বুস্টিং ট্রেনিং প্রোগ্রামে কবি নজরুল সরকারি কলেজের প্রায় তিন শতাধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং কোর্স শেষে সকল শিক্ষার্থীদেরকে উপহারসামগ্রী ও সার্টিফিকেট প্রধান করা হয়।