পুলিশ উঠিয়ে নিয়ে যে নাহিদকে নির্যাতন করেছিল, সেই নাহিদ এখন নতুন রাজনৈতিক দলের নেতা। সাদিক কায়েম তরুণদের ইমাম।জুনায়েদ-রিফাত জুলাই তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের সঙ্গে পথ হাঁটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
‘জুলাইয়ের এক বছর। এই এক বছরে কত মানুষের জীবনে কত পরিবর্তন’ শিরোনামে মির্জা গালিব লেখেন—খালেদা জিয়া গৃহবন্দি অবস্থা থেকে লন্ডনে গিয়ে বহুদিন পর সন্তানের মুখ দেখলেন। এটিএম আজহার ভাই রায় হয়ে যাওয়া মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন। রুহুল কবির রিজভী এখন আর পল্টন অফিসে আটকা থাকেন না, জামায়াতের মগবাজার অফিসও এখন লোকজনের সমাগমে মুখর।
শহীদদের প্রতি সবার দায়বদ্ধতা আছে উল্লেখ করে এই অধ্যাপক লেখেন— এই সব পরিবর্তনে আমাদের ঋণ, আমাদের কৃতজ্ঞতা-সব শহীদের কাছে। যে স্বপ্নের জন্য তারা জীবন দিতে কার্পণ্য করে নাই, তার প্রতি সৎ থাকা আমাদের দায়বদ্ধতা। আমরা যারা বেঁচে আছি, যারা ফ্যসিবাদের পতন দেখতে পারলাম-আমরা যেন শহীদদের প্রতি এই ঋণ মনে রাখি।