ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খান।

ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সাতাইশ ধরপাড়া এলাকায় বসবাস করছেন বজলুর রহমান।

গত শনিবার (২৮ জুন) তিনি তার বাসার তৃতীয় তলার নির্মাণকাজ শুরু করলে মিরাজ খান ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এরপর সোমবার দুপুরে আবারও মিরাজ খান দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিরাজ ও তার সহযোগীরা বজলুর রহমানকে মারধর করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা সরে যায়।

কিন্তু ওইদিনই মাগরিবের নামাজের পর মিরাজ খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসহ বজলুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা বাসার দুটি মোটরসাইকেল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

এ বিষয়ে অভিযুক্ত মিরাজ খান বলেন, “আমি নির্মাণসামগ্রীর ব্যবসা করি। বজলুর রহমানের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, চাঁদা চাওয়ার অভিযোগ সঠিক নয়।”

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৪৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খান।

ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সাতাইশ ধরপাড়া এলাকায় বসবাস করছেন বজলুর রহমান।

গত শনিবার (২৮ জুন) তিনি তার বাসার তৃতীয় তলার নির্মাণকাজ শুরু করলে মিরাজ খান ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এরপর সোমবার দুপুরে আবারও মিরাজ খান দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিরাজ ও তার সহযোগীরা বজলুর রহমানকে মারধর করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা সরে যায়।

কিন্তু ওইদিনই মাগরিবের নামাজের পর মিরাজ খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসহ বজলুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা বাসার দুটি মোটরসাইকেল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

এ বিষয়ে অভিযুক্ত মিরাজ খান বলেন, “আমি নির্মাণসামগ্রীর ব্যবসা করি। বজলুর রহমানের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, চাঁদা চাওয়ার অভিযোগ সঠিক নয়।”

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”