ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনা সুদে লাখ টাকা ঋণের নামে সমাবেশের হোতা মোস্তফা আটক Logo প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান Logo যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Logo শিক্ষার্থীদের সংঘর্ষে মোল্লা কলেজের ৩ জন নিহত Logo ডেমরা-যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ Logo আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ Logo ব্যাটারিচালিত রিকশা চলবে: হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা Logo বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের Logo মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার Logo নোয়াখালীর ইউপি চেয়ারম্যানকে ঢাকায় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘আই’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।

মেলবোর্নে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন জেমি ম্যাকলারেন। জোড়া গোল করেন মিচেল ডিউক। এ ছাড়া একটি করে গোল করেন হ্যারি সোউটার ও ব্রেন্ডন বোরেলো।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। চতুর্থ মিনিটে প্রথম গোল করেন হ্যারি। সেই গোলের ধাক্কা না কাটতেই ম্যাচের ২০ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন বোরেলো।

বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে তিন মিনিটে জোড়া গোল দেন ডিউক। ৩৭ মিনিটে নিজের প্রথম গোলের পর ৪০ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল জড়ান তিনি।

এক হালি গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে যায়। বিরতির পর একাই রাজত্ব করেন ম্যাকলারেন। গুণে গুণে একাই তিনি তিনটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৪৮ মিনিটে নিজের প্রথম গোলের পর ৭০ ও ৮৪ মিনিটে বাকি দুটি করেন।

বল দখলের লড়াই কিংবা আক্রমণ কোথাও ছাপ রাখতে পারেননি জামাল ভূঁইয়ারা। যেখানে অস্ট্রেলিয়ার আক্রমণ ছিল ৪৪টি সেখানে বাংলাদেশের মাত্র ১টি! ম্যাচে ৭০ শতাংশ সময় বল ছিল অস্ট্রেলিয়ার পায়ে! বাংলাদেশ লড়াইটুকুও করতে পারেনি। বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও আছে লেবানন ও ফিলিস্তিন। ২১ নভেম্বর ঘরের মাঠে লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

বিনা সুদে লাখ টাকা ঋণের নামে সমাবেশের হোতা মোস্তফা আটক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম বাংলাদেশের

আপডেট সময় ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘আই’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।

মেলবোর্নে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন জেমি ম্যাকলারেন। জোড়া গোল করেন মিচেল ডিউক। এ ছাড়া একটি করে গোল করেন হ্যারি সোউটার ও ব্রেন্ডন বোরেলো।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। চতুর্থ মিনিটে প্রথম গোল করেন হ্যারি। সেই গোলের ধাক্কা না কাটতেই ম্যাচের ২০ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন বোরেলো।

বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে তিন মিনিটে জোড়া গোল দেন ডিউক। ৩৭ মিনিটে নিজের প্রথম গোলের পর ৪০ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল জড়ান তিনি।

এক হালি গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে যায়। বিরতির পর একাই রাজত্ব করেন ম্যাকলারেন। গুণে গুণে একাই তিনি তিনটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৪৮ মিনিটে নিজের প্রথম গোলের পর ৭০ ও ৮৪ মিনিটে বাকি দুটি করেন।

বল দখলের লড়াই কিংবা আক্রমণ কোথাও ছাপ রাখতে পারেননি জামাল ভূঁইয়ারা। যেখানে অস্ট্রেলিয়ার আক্রমণ ছিল ৪৪টি সেখানে বাংলাদেশের মাত্র ১টি! ম্যাচে ৭০ শতাংশ সময় বল ছিল অস্ট্রেলিয়ার পায়ে! বাংলাদেশ লড়াইটুকুও করতে পারেনি। বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও আছে লেবানন ও ফিলিস্তিন। ২১ নভেম্বর ঘরের মাঠে লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ।