ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

চট্টগ্রামে বিএনপির দু’পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত ১৫

 

ঢাকাভয়েস ডেক্স:চট্টগ্রামের মিরসরাইয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে বিএনপির দুই পক্ষ। হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব ১৫ নেতাকর্মী আহত হয়েছেন৷

রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্ট সংলগ্ন জোবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে৷

জানা যায়, প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন আহত হন। এছাড়া অন্যদের মধ্যে গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী আজিজুর রহমান বলেন, রোববার রাতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ আমাদের বেশ কজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাশবন রেস্টুরেন্টে নাস্তা করতে যাই৷ সেখান থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমার এবং নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়৷ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালায়৷

তিনি আরও বলেন, আমাদের সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নোংরা হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন৷ পুলিশকে ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি৷ তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল৷

এদিকে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন অভিযোগ করেছেন তার পক্ষের নেতাকর্মীদের ওপর আগে হামলা করা হয়েছে। তিনি বলেন, বারইয়ারহাট বড় বাজার৷ এখানে নিয়মিত আমাদের শতশত নেতাকর্মীরা অবস্থান করেন। কাশবন হোটেলের সামনে আমাদের ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে ছিলেন। তাদের অনুসারী নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করে৷ একপর্যায়ে সেটি বাকবিতণ্ডায় রূপ নেয়। তারাই প্রথমে হামলা করেছে৷ তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) জরুরি বিভাগের চিকিৎসক জানান, হামলায় আহত হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম হামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এটা মনে হচ্ছে দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

 

ঢাকাভয়েস২৪/সাদিক

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

চট্টগ্রামে বিএনপির দু’পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত ১৫

আপডেট সময় ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

ঢাকাভয়েস ডেক্স:চট্টগ্রামের মিরসরাইয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে বিএনপির দুই পক্ষ। হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব ১৫ নেতাকর্মী আহত হয়েছেন৷

রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্ট সংলগ্ন জোবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে৷

জানা যায়, প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন আহত হন। এছাড়া অন্যদের মধ্যে গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী আজিজুর রহমান বলেন, রোববার রাতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ আমাদের বেশ কজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাশবন রেস্টুরেন্টে নাস্তা করতে যাই৷ সেখান থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমার এবং নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়৷ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালায়৷

তিনি আরও বলেন, আমাদের সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নোংরা হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন৷ পুলিশকে ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি৷ তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল৷

এদিকে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন অভিযোগ করেছেন তার পক্ষের নেতাকর্মীদের ওপর আগে হামলা করা হয়েছে। তিনি বলেন, বারইয়ারহাট বড় বাজার৷ এখানে নিয়মিত আমাদের শতশত নেতাকর্মীরা অবস্থান করেন। কাশবন হোটেলের সামনে আমাদের ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে ছিলেন। তাদের অনুসারী নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করে৷ একপর্যায়ে সেটি বাকবিতণ্ডায় রূপ নেয়। তারাই প্রথমে হামলা করেছে৷ তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) জরুরি বিভাগের চিকিৎসক জানান, হামলায় আহত হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম হামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এটা মনে হচ্ছে দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

 

ঢাকাভয়েস২৪/সাদিক