ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo সভাপতির পর এবার প্রকাশ্যে ববি শিবিরের দপ্তর সম্পাদক Logo রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই পুলিশকে বিএনপির পুলিশ বানাবো না: জি কে গউছ Logo চট্টগ্রামে কর্ণফুলীতে চেয়ারম্যান অপসারণের দাবিতে ফের মানববন্ধন Logo চট্টগ্রামে পুলিশের উপর হামলাকারী শাকিল অস্ত্রসহ গ্রেফতার Logo খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও উপহার বিতরণ Logo চট্টগ্রামে পুকুরে ডুবে চবি ছাত্রীসহ প্রাণ গেল ২ জনের Logo চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী: এনসিপি Logo মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

পিআর পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৮ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মারক প্রকাশনা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে, দলের অবস্থান থেকে সেটা চাইতেই পারেন, উত্থাপন করতে পারেন- সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা অনেক আগেই নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ঐকমত্য পায়নি। তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই।

বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। তবে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য আছে, সেখানে অনেক জটিল অবস্থা। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে, কে তাদের এমপি হবেন। তাছাড়া এমপির কাছে যে যাবেন, সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না।

তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদেরও একটা উদ্দেশ্য আছে। হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া- তাদের উদ্দেশ্য থাকতে পাারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। এ দেশের সব গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের অসংখ্য জীবন হারাতে হয়েছে।

ছাত্র-গণঅভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলো- এ দেশে যেন প্রকৃতপক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। অবশ্যই আমরা সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব, যদি সুষ্ঠু-অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি। এলে তখন এ ব্যাপারে আলোচনা হবে। আমরা অনেক আগেই তো নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের সিস্টেমে কখনোই পিআর পদ্ধতি উপযুক্ত নয়। আমাদের এখানে ‘এক ব্যক্তির এক ভোট’ এবং প্রতিটি সংসদীয় এলাকায় তার প্রতিনিধিকে সে সরাসরি ভোট দিবে। এই সিস্টেমের মধ্যে আমরা আছি।

জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে

পিআর পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি

আপডেট সময় ০৭:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৮ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মারক প্রকাশনা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে, দলের অবস্থান থেকে সেটা চাইতেই পারেন, উত্থাপন করতে পারেন- সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা অনেক আগেই নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ঐকমত্য পায়নি। তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই।

বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। তবে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য আছে, সেখানে অনেক জটিল অবস্থা। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে, কে তাদের এমপি হবেন। তাছাড়া এমপির কাছে যে যাবেন, সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না।

তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদেরও একটা উদ্দেশ্য আছে। হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া- তাদের উদ্দেশ্য থাকতে পাারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। এ দেশের সব গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের অসংখ্য জীবন হারাতে হয়েছে।

ছাত্র-গণঅভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলো- এ দেশে যেন প্রকৃতপক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। অবশ্যই আমরা সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব, যদি সুষ্ঠু-অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি। এলে তখন এ ব্যাপারে আলোচনা হবে। আমরা অনেক আগেই তো নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের সিস্টেমে কখনোই পিআর পদ্ধতি উপযুক্ত নয়। আমাদের এখানে ‘এক ব্যক্তির এক ভোট’ এবং প্রতিটি সংসদীয় এলাকায় তার প্রতিনিধিকে সে সরাসরি ভোট দিবে। এই সিস্টেমের মধ্যে আমরা আছি।