ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

ফেসবুকে ‘ভালোবাসি লিসা’লিখে ছাদ থেকে রাবি শিক্ষার্থীর লাফ

‘ভালোবাসি লিসা’ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে হলের ছাদ থেকে লাফ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাদ আহমেদ নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ১ম ব্লকের চতুর্থ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি দ্বিতীয় ব্লকের ৪ তলায় থাকি। রাতে বারান্দায় বসে ফোনে কথা বলছিলাম, তখনই হঠাৎ ‘আল্লাহু আকবার’ চিৎকার শুনতে পাই। তাকিয়ে দেখি যে ১ম ব্লকের ছাদ থেকে একটি ছেলে লাফ দিয়েছে। আমরা সবাই মিলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেই। তার পা মারাত্মকভাবে জখম হয়েছে। পরে যতটুকু জানতে পারি, ছেলেটি প্রেমঘটিত ঝামেলার কারণে আত্মহত্যার চেষ্টা করেছে।

এদিকে সাদ আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, আত্মহত্যা চেষ্টার আগে তিনি অল্প সময়ের মধ্যে ১৪টি পোস্ট করেছেন। সেখানে লিসা নামে একটি মেয়েকে তার প্রেমিকা হিসেবে উল্লেখ করেছেন তিনি। পোস্টে লিসা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি সাদ আহমেদের। একটি পোস্টে তিনি ছাড়াও লিসার আরও ৯টা প্রেমিক ছিল বলে দাবি করেন সাদ।

পোস্টে লিসাকে উদ্দেশ্য করে সাদ আহমেদ লিখেন, ‘লিসা তুমি জানতা তোমাকে আমি কতটা ভালোবাসি তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট সেইম ডায়ালগ কিভাবে পারো লিসা? মানুষ এতোটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেই ছিলাম আমার সঙ্গে চিট করলে কিন্তু আমার বন্ধু ফিরোজের মতো আমাকেও মরা ছাড়া উপায় থাকবে না। এত্তো করে বুঝাইলাম তাও বুঝলে না।’

আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমার আব্বুও নাই। পারলে কেউ আমার আম্মুকে ফাইনান্সিয়াল সাপোর্টটা দিয়েন। স্পেশালি ঢাকার ওমান মামা, মেজদা মামা। প্লিজ প্লিজ এই একটা মানুষ কতটা কষ্ট করছে বলে বুঝানো যাবে না।’

লিসার পরিচয় সম্পর্কে একটি পোস্টে লিখেছেন, ‘IHC ১৯-২০ সেশন এর লিমার বোন লিসা’।

জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

ফেসবুকে ‘ভালোবাসি লিসা’লিখে ছাদ থেকে রাবি শিক্ষার্থীর লাফ

আপডেট সময় ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

‘ভালোবাসি লিসা’ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে হলের ছাদ থেকে লাফ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাদ আহমেদ নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ১ম ব্লকের চতুর্থ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি দ্বিতীয় ব্লকের ৪ তলায় থাকি। রাতে বারান্দায় বসে ফোনে কথা বলছিলাম, তখনই হঠাৎ ‘আল্লাহু আকবার’ চিৎকার শুনতে পাই। তাকিয়ে দেখি যে ১ম ব্লকের ছাদ থেকে একটি ছেলে লাফ দিয়েছে। আমরা সবাই মিলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেই। তার পা মারাত্মকভাবে জখম হয়েছে। পরে যতটুকু জানতে পারি, ছেলেটি প্রেমঘটিত ঝামেলার কারণে আত্মহত্যার চেষ্টা করেছে।

এদিকে সাদ আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, আত্মহত্যা চেষ্টার আগে তিনি অল্প সময়ের মধ্যে ১৪টি পোস্ট করেছেন। সেখানে লিসা নামে একটি মেয়েকে তার প্রেমিকা হিসেবে উল্লেখ করেছেন তিনি। পোস্টে লিসা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি সাদ আহমেদের। একটি পোস্টে তিনি ছাড়াও লিসার আরও ৯টা প্রেমিক ছিল বলে দাবি করেন সাদ।

পোস্টে লিসাকে উদ্দেশ্য করে সাদ আহমেদ লিখেন, ‘লিসা তুমি জানতা তোমাকে আমি কতটা ভালোবাসি তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট সেইম ডায়ালগ কিভাবে পারো লিসা? মানুষ এতোটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেই ছিলাম আমার সঙ্গে চিট করলে কিন্তু আমার বন্ধু ফিরোজের মতো আমাকেও মরা ছাড়া উপায় থাকবে না। এত্তো করে বুঝাইলাম তাও বুঝলে না।’

আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমার আব্বুও নাই। পারলে কেউ আমার আম্মুকে ফাইনান্সিয়াল সাপোর্টটা দিয়েন। স্পেশালি ঢাকার ওমান মামা, মেজদা মামা। প্লিজ প্লিজ এই একটা মানুষ কতটা কষ্ট করছে বলে বুঝানো যাবে না।’

লিসার পরিচয় সম্পর্কে একটি পোস্টে লিখেছেন, ‘IHC ১৯-২০ সেশন এর লিমার বোন লিসা’।