ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

পরিবেশের প্রতি প্রতিশ্রুতি:সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

ছবি: বৃক্ষরোপন অভিযান

সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে পরিবেশ সচেতনতা বাড়াতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ অভিযান ২০২৫”।

অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফলজ, বনজ এবং ঔষধি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়নের যাত্রা শুরু হয়। কর্মসূচিটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিলো উৎসাহ-উদ্দীপনা এবং সচেতনতার প্রকাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ দেলওয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা শুধু গাছ রোপণ করছি না, বরং একটি নিরাপদ, সুস্থ ও টেকসই ভবিষ্যতের বীজ বপন করছি। প্রতিটি গাছই হতে পারে একটি জীবনরক্ষাকারী শক্তি।” তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটি বাসযোগ্য নগরীতে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা উচিত। অথচ ঢাকা শহরে এই অনুপাত ৬ শতাংশের নিচে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিতে পারে।

তিনি এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বৃক্ষরোপণ শুধু তাৎক্ষণিক একটি কর্মসূচি নয়, এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ—পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপায়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং এ ধরনের কর্মসূচিকে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা জাগরণের অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আয়োজক শাখার পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবির ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন এবং ইকো-লিটারেসি ভিত্তিক ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

পরিবেশের প্রতি প্রতিশ্রুতি:সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় ১১:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে পরিবেশ সচেতনতা বাড়াতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ অভিযান ২০২৫”।

অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফলজ, বনজ এবং ঔষধি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়নের যাত্রা শুরু হয়। কর্মসূচিটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিলো উৎসাহ-উদ্দীপনা এবং সচেতনতার প্রকাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ দেলওয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা শুধু গাছ রোপণ করছি না, বরং একটি নিরাপদ, সুস্থ ও টেকসই ভবিষ্যতের বীজ বপন করছি। প্রতিটি গাছই হতে পারে একটি জীবনরক্ষাকারী শক্তি।” তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটি বাসযোগ্য নগরীতে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা উচিত। অথচ ঢাকা শহরে এই অনুপাত ৬ শতাংশের নিচে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিতে পারে।

তিনি এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বৃক্ষরোপণ শুধু তাৎক্ষণিক একটি কর্মসূচি নয়, এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ—পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপায়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং এ ধরনের কর্মসূচিকে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা জাগরণের অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আয়োজক শাখার পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবির ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন এবং ইকো-লিটারেসি ভিত্তিক ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা।