ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ Logo শান্তিচুক্তিকে উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা Logo ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ Logo গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর

আগামীকাল শুরু জবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম

আগামীকাল শুরু জবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম

আগামীকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হবে। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

ছাত্রদল নেতৃবৃন্দরা জানান, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের আন্তরিকতা, সংহতি ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে প্রচারণা, লিফলেট বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা থাকবে। শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হবে। ছাত্রদল হলো ছাত্রসমাজের কণ্ঠস্বর। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে পথ চলতে হবে। আমরা চাই, সচেতন, যোগ্য ও প্রতিবাদী শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখুক।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা বিকাশ ও নেতৃত্ব বিকাশে এই সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলবে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

আগামীকাল শুরু জবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম

আপডেট সময় ০৮:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

আগামীকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হবে। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

ছাত্রদল নেতৃবৃন্দরা জানান, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের আন্তরিকতা, সংহতি ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে প্রচারণা, লিফলেট বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা থাকবে। শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হবে। ছাত্রদল হলো ছাত্রসমাজের কণ্ঠস্বর। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে পথ চলতে হবে। আমরা চাই, সচেতন, যোগ্য ও প্রতিবাদী শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখুক।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা বিকাশ ও নেতৃত্ব বিকাশে এই সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলবে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।