ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের শাস্তি চান রিজভী

সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের শাস্তি চান রিজভী

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা করার ঘটনায় শাস্তি চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৩ জুন) বিকেলে নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবীর রিজভী বলেন, ‘যারা অপরাধী তাদের বিচার করতে হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে—এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাস করে না।

সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে, সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।’
তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে।

আর সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটি তো হতে পারে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, দলের ভেতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যখন কারাগারে ছিলাম তখনো জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি।

জনপ্রিয় সংবাদ

সিলেটে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের শাস্তি চান রিজভী

আপডেট সময় ০৯:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা করার ঘটনায় শাস্তি চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৩ জুন) বিকেলে নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবীর রিজভী বলেন, ‘যারা অপরাধী তাদের বিচার করতে হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে—এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাস করে না।

সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে, সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।’
তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে।

আর সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটি তো হতে পারে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, দলের ভেতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যখন কারাগারে ছিলাম তখনো জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি।