ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি Logo আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ Logo যেভাবে দেখবেন এসএসসির পুনঃর্নিরীক্ষণের ফল

মৌলভীবাজারে নাফিসা হত্যাকারী ধর্ষক জুনেলের ফাঁসির দাবীতে বিক্ষোভ

মৌলভীবাজারে নাফিসা হত্যাকারী ধর্ষক জুনেলের ফাঁসির দাবীতে বিক্ষোভ

“আমার বোন হত্যার বিচার চাই,” “ধর্ষকের ফাঁসি চাই” এমন স্লোগানে মুখরিত মৌলভীবাজার শহর। কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভে মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ।

সোমবার (২৩ জুন) সকালে চাঁদনীঘাট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা আদালত অবরোধ করে। পরে পুলিশি অনুরোধে তারা প্রেসক্লাব মোড়ে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায়।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে নাফিসার পরিবার, সহপাঠি, এলাকার যুবসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এতে বক্তব্য রাখেন নাফিসার পিতা আব্দুল খালিক, বড় ভাই আফিফ ইসলাম রাদিনসহ শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, রাজনীতিক এবং সমাজকর্মীরা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মানুষ এসে মিছিল ও ব্যানার নিয়ে কর্মসূচিতে যোগ দেন। হাতে ছিলো পোস্টার, যেখানে লেখা ছিল “ধর্ষকের ফাঁসি চাই”, “নাফিসার রক্ত বৃথা যাবে না”, “আইনের শাসন নিশ্চিত করো”। তাদের চোখেমুখে ছিলো ক্ষোভ, কান্না, প্রতিবাদ আর ন্যায়বিচারের দাবির এক অদম্য আবেগ।

এই কর্মসূচিতে বক্তারা বলেন, “নাফিসা কেবল একজন মেয়ে নয়, সে হাজারো মা-বোনের প্রতীক। এ হত্যাকাণ্ড আমাদের বিচারহীনতার কালো চিত্র ফুটিয়ে তুলেছে। এই বিচার যদি দ্রুত এবং দৃষ্টান্তমূলকভাবে না হয়, তাহলে মানুষ আর আইনের আশ্রয়ে ভরসা পাবে না। তারা হত্যাকারী জুনেলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড যেন আর কোনো ঘরে না ঘটে। আমরা বিচার চাই, দ্রুত বিচার চাই। যেন ভবিষ্যতে কেউ আর এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

নাফিসা জান্নাত আনজুম ছিলেন কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। পরিবার, সহপাঠী, এলাকাবাসী সবাই তাকে একনিষ্ঠ, ভদ্র, ও অত্যন্ত প্রতিভাবান হিসেবে জানত। গত ১২ জুন জুনেল নাফিসাকে ধর্ষণের চেষ্টা চালালে ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যা করে। গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিলেও আদালতে সে অস্বীকার করে, এতে ক্ষোভে ফেটে পড়ে জনতা।

 

জনপ্রিয় সংবাদ

গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ

মৌলভীবাজারে নাফিসা হত্যাকারী ধর্ষক জুনেলের ফাঁসির দাবীতে বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

“আমার বোন হত্যার বিচার চাই,” “ধর্ষকের ফাঁসি চাই” এমন স্লোগানে মুখরিত মৌলভীবাজার শহর। কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভে মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ।

সোমবার (২৩ জুন) সকালে চাঁদনীঘাট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা আদালত অবরোধ করে। পরে পুলিশি অনুরোধে তারা প্রেসক্লাব মোড়ে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায়।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে নাফিসার পরিবার, সহপাঠি, এলাকার যুবসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এতে বক্তব্য রাখেন নাফিসার পিতা আব্দুল খালিক, বড় ভাই আফিফ ইসলাম রাদিনসহ শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, রাজনীতিক এবং সমাজকর্মীরা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মানুষ এসে মিছিল ও ব্যানার নিয়ে কর্মসূচিতে যোগ দেন। হাতে ছিলো পোস্টার, যেখানে লেখা ছিল “ধর্ষকের ফাঁসি চাই”, “নাফিসার রক্ত বৃথা যাবে না”, “আইনের শাসন নিশ্চিত করো”। তাদের চোখেমুখে ছিলো ক্ষোভ, কান্না, প্রতিবাদ আর ন্যায়বিচারের দাবির এক অদম্য আবেগ।

এই কর্মসূচিতে বক্তারা বলেন, “নাফিসা কেবল একজন মেয়ে নয়, সে হাজারো মা-বোনের প্রতীক। এ হত্যাকাণ্ড আমাদের বিচারহীনতার কালো চিত্র ফুটিয়ে তুলেছে। এই বিচার যদি দ্রুত এবং দৃষ্টান্তমূলকভাবে না হয়, তাহলে মানুষ আর আইনের আশ্রয়ে ভরসা পাবে না। তারা হত্যাকারী জুনেলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড যেন আর কোনো ঘরে না ঘটে। আমরা বিচার চাই, দ্রুত বিচার চাই। যেন ভবিষ্যতে কেউ আর এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

নাফিসা জান্নাত আনজুম ছিলেন কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। পরিবার, সহপাঠী, এলাকাবাসী সবাই তাকে একনিষ্ঠ, ভদ্র, ও অত্যন্ত প্রতিভাবান হিসেবে জানত। গত ১২ জুন জুনেল নাফিসাকে ধর্ষণের চেষ্টা চালালে ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যা করে। গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিলেও আদালতে সে অস্বীকার করে, এতে ক্ষোভে ফেটে পড়ে জনতা।