ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র, বেজে উঠেছে সাইরেন

দখলদার ইসরায়েলি ভূ-খণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে।

টাইমস্‌ অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

এদিকে নিজেদের ভূ-খণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর ‘আগ্রাসন’ বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরায়েলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেয়ার সম্ভাবনা কম। ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন।’

অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বলেছেন, ‘বছরের পর বছর’ ধরে ইরানে হামলার প্রস্তুতি নেয়া হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোয় ‘কঠোর গোপনীয়তা’ বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র, বেজে উঠেছে সাইরেন

আপডেট সময় ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

দখলদার ইসরায়েলি ভূ-খণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে।

টাইমস্‌ অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

এদিকে নিজেদের ভূ-খণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর ‘আগ্রাসন’ বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরায়েলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেয়ার সম্ভাবনা কম। ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন।’

অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বলেছেন, ‘বছরের পর বছর’ ধরে ইরানে হামলার প্রস্তুতি নেয়া হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোয় ‘কঠোর গোপনীয়তা’ বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে।