ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিউজ কাভারে পুলিশি বাধা, লকাবে সাংবাদিক Logo হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি অভিযোগ Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর হামলার ঘটনার প্রধান আসামী নেতা গ্রেপ্তার Logo কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর ছাত্রদলের হামলা Logo আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু Logo হঠৎ সিএনজি পাম্পে বিস্ফোরণ, ১০ গাড়ি পুড়ে ছাই Logo ভোটের মাঠে জোটের ইঙ্গিত বিএনপির Logo চীন সফরে গেলেন সেনাপ্রধান Logo শিক্ষার্থীদের আন্দোলনে তোফের মুখে পড়ে ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ Logo এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

নাটোর জেলা ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী

“মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫”-এর অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭জুন) নাটোর শহরের মাদ্রাসা মোড় জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক নাহিদুল ইসলাম। নাটোর জেলা শাখার সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি জাহিদ হাসান এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সংগঠনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক জনশক্তিদের অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং ন্যূনতম দুটি চারা বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি শাখাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের আঙ্গিনায় অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ, এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণের পর সেগুলোর সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার জন্য প্রয়োজনীয় তত্ত্বাবধান নিশ্চিত করা হবে। চাষযোগ্য জমির আশেপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ব্যতীত কোনো স্থানে গাছ না লাগানোর দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।

সংগঠনটি সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে এ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিউজ কাভারে পুলিশি বাধা, লকাবে সাংবাদিক

নাটোর জেলা ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী

আপডেট সময় ১২:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

“মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫”-এর অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭জুন) নাটোর শহরের মাদ্রাসা মোড় জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক নাহিদুল ইসলাম। নাটোর জেলা শাখার সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি জাহিদ হাসান এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সংগঠনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক জনশক্তিদের অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং ন্যূনতম দুটি চারা বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি শাখাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের আঙ্গিনায় অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ, এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণের পর সেগুলোর সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার জন্য প্রয়োজনীয় তত্ত্বাবধান নিশ্চিত করা হবে। চাষযোগ্য জমির আশেপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ব্যতীত কোনো স্থানে গাছ না লাগানোর দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।

সংগঠনটি সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে এ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।