ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুপুরের মধ্যে যে জেলাগুলোতে ঝড়বৃষ্টি হতে পারে Logo পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার দেশগুলোর প্রতি আহ্বান ড. ইউনূসের Logo টিভিতে যে খেলা দেখবেন Logo ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক Logo হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের Logo রোমাঞ্চের ম্যাচ: ২০৩ রানের পেছনে ছুটে শ্রীলঙ্কার লড়াই, শেষে সুপার ওভারে হার Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

বিজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল, দাবি নেতানিয়াহু

বিজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।তিনি আরও বলেন, তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েল এই যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার (১৬ জুন) এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে রয়েছি। সেগুলো হলো- পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল। ইসরায়েল বিজয়ের পথে রয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের সাথে মধ্য ইসরায়েলের টেল নফ বিমানঘাঁটি পরিদর্শন করার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন।

এ সময় ইরানি নাগরিকদেরও হুমকি দেন নেতানিয়াহু। তিনি ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে চলে যেতে বলেন।

এসময় নেতানিয়াহু বলেন, আমরা আরও বড় পদক্ষেপের দিকে যাচ্ছি।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে।

এই সংঘাতের সূচনা হয় গত শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ইরানের পরমাণু অবকাঠামো- বিশেষ করে নাতানজ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা এ হামলাকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযানের শুরু হিসেবে অভিহিত করেন।

এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও ইরানের চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি।

জবাবে শনিবার (১৪ জুন) রাতে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই দেশ দুটির মধ্যে হামলা-পাল্টা হামলা চলমান রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দিন দিন বাড়ছে।

সূত্র : আলজাজিরা

ট্যাগস :

দুপুরের মধ্যে যে জেলাগুলোতে ঝড়বৃষ্টি হতে পারে

বিজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল, দাবি নেতানিয়াহু

আপডেট সময় ০৯:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বিজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।তিনি আরও বলেন, তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েল এই যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার (১৬ জুন) এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে রয়েছি। সেগুলো হলো- পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল। ইসরায়েল বিজয়ের পথে রয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের সাথে মধ্য ইসরায়েলের টেল নফ বিমানঘাঁটি পরিদর্শন করার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন।

এ সময় ইরানি নাগরিকদেরও হুমকি দেন নেতানিয়াহু। তিনি ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে চলে যেতে বলেন।

এসময় নেতানিয়াহু বলেন, আমরা আরও বড় পদক্ষেপের দিকে যাচ্ছি।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে।

এই সংঘাতের সূচনা হয় গত শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ইরানের পরমাণু অবকাঠামো- বিশেষ করে নাতানজ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা এ হামলাকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযানের শুরু হিসেবে অভিহিত করেন।

এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও ইরানের চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি।

জবাবে শনিবার (১৪ জুন) রাতে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই দেশ দুটির মধ্যে হামলা-পাল্টা হামলা চলমান রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দিন দিন বাড়ছে।

সূত্র : আলজাজিরা