ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন উপদেষ্টা মাহফুজ আলম Logo এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স Logo ডাকসু নির্বাচনে বিজয়ী নেতাদের অভিনন্দন জানালেন আসিফ নজরুল Logo দুই শিবির নেতাকে গুলি, কনস্টেবল কারাগারে Logo আ. লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে: মির্জা আব্বাস Logo ইউএনও শাপলার দুর্নীতিতে স্তব্ধ প্রশাসন, সরকারি বরাদ্দের ৯৪ শতাংশ অর্থ আত্মসাৎ Logo ডাকসুতে চাঁদাবাজি-দখলদারিত্বের জবাব দিয়েছে শিক্ষার্থীরা: মান্না Logo ‘জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী’ Logo ডাকসুতে জয়ী হওয়ায় শিবিরকে পাকিস্তান জামায়াত ইসলামীর অভিনন্দন Logo লক্ষ্মীপুরে শ্রমিক দল সভাপতি মুরাদ হোসেনকে দল থেকে বহিষ্কার

চলমান গাজা-ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের শতাধিক কর্মী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এই তথ্য জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ১০২ জন জাতিসংঘের কর্মী নিহত হয়েছেন।

গতকাল ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে বলে, সবশেষ ২৪ ঘণ্টায় গাজার উত্তরে হামলায় সংস্থাটির এক কর্মী তাঁর পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় জাতিসংঘের নিহত কর্মীর সংখ্যা এক শ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের ইতিহাসে কোনো সংঘাতে তাদের কর্মী নিহত হওয়ার সর্বোচ্চ সংখ্যা এটাই।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত ২৭ কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

ইউএনআরডব্লিউএর বিবৃতিতে বলা হয়, গাজায় নিহত সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যালয়গুলোতে গতকাল সোমবার সংস্থার পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। এ ছাড়া জাতিসংঘের সব কর্মীরা এক মিনিটের নীরবতা পালন করেছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছে। এক মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৬০০টির বেশি শিশু রয়েছে

জনপ্রিয় সংবাদ

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

চলমান গাজা-ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের শতাধিক কর্মী নিহত

আপডেট সময় ০৬:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এই তথ্য জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ১০২ জন জাতিসংঘের কর্মী নিহত হয়েছেন।

গতকাল ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে বলে, সবশেষ ২৪ ঘণ্টায় গাজার উত্তরে হামলায় সংস্থাটির এক কর্মী তাঁর পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় জাতিসংঘের নিহত কর্মীর সংখ্যা এক শ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের ইতিহাসে কোনো সংঘাতে তাদের কর্মী নিহত হওয়ার সর্বোচ্চ সংখ্যা এটাই।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত ২৭ কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

ইউএনআরডব্লিউএর বিবৃতিতে বলা হয়, গাজায় নিহত সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যালয়গুলোতে গতকাল সোমবার সংস্থার পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। এ ছাড়া জাতিসংঘের সব কর্মীরা এক মিনিটের নীরবতা পালন করেছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছে। এক মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৬০০টির বেশি শিশু রয়েছে