ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

কুষ্টিয়ায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দলের ত্যাগীদের বাদ দিয়ে বিএনপির সার্চ কমিটির নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, কমিটি গঠনের কাউন্সিলে পৌরসভার কর্মচারী ও স্বজনপ্রীতি, গঠনতন্ত্র অমান্য করে কমিটি গঠনের পায়তারাসহ নানান অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে কুমারখালী রেলস্টেশন সংলগ্ন আব্দুর রশিদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্তা টিভির অফিস কক্ষে অনু্ষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন। উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ ও খোন্দকার সামসুউদ্দিনসহ প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের হামলা, মামলা ও নির্যাতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পেয়েছি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ । দলীয় কার্যক্রম গতিশীল ও দলকে সুসংঠিত করতে চলতি বছরের ৫ জানু্য়ারি নুরুল ইসলাম আনছারকে আহবায়ক এবং লুৎফর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। তাঁরা সম্পর্কে বিয়াই। উক্ত কমিটি কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমে ওয়ার্ড কমিটি এবং পরে ইউনিয়ন কমিটি গঠন করবেন। সেই লক্ষ্যে উপজেলার ১১ টি ইউনিয়নে ১১ টি সার্চ কমিটি এবং একটি কাউন্সিল কমিটি গঠন করেছেন দুই বিয়াই। তবে এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢুকানো হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন দুই বিয়াই।’

তারা আরো বলেছেন, ‘ কমিটি করার লক্ষ্যে গঠিত কাউনসিল কমিটিত আহবায়কের শ্যালক রাজু আহমেদ বিপ্লবকে প্রধান করা হয়েছে। যিনি কুমারখালী পৌরসভার উচ্চমান হিসাবরক্ষক। এছাড়াও এই কমিটিতে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান টুটুল এবং কর্মচারী সাইদুল ইসলামকে সদস্য করা হয়েছে। যারা আওয়ামী লীগের দোষর।’

দুই বিয়াই মিলেমিশে কুমারখালীর বিএনপিকে বিয়াই এ্যান্ড বিয়াই কোম্পানিতে পরিনিত করেছেন উল্লেখ করে বক্তারা বলেছেন, দলীয় কোনো কার্যক্রমে আহবায়ক ও সদস্য সচিব কমিটির অন্য নেতাকর্মীদের ডাকেন না। নিজেরায় তাদের আত্মীয় স্বজন ও পৌরসভার কর্মচারী দিয়ে পকেট কমিটি গঠন করে বেড়াচ্ছে।

এ সব বিষয়ে জেলা কমিটিতে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। দ্রুত উপজেলা বিএনপির আহবায়ক কমিটি, সার্চ কমিটিসহ সকল কমিটি বাতিলের দাবি জানান তারা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

কুষ্টিয়ায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

দলের ত্যাগীদের বাদ দিয়ে বিএনপির সার্চ কমিটির নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, কমিটি গঠনের কাউন্সিলে পৌরসভার কর্মচারী ও স্বজনপ্রীতি, গঠনতন্ত্র অমান্য করে কমিটি গঠনের পায়তারাসহ নানান অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে কুমারখালী রেলস্টেশন সংলগ্ন আব্দুর রশিদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্তা টিভির অফিস কক্ষে অনু্ষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন। উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ ও খোন্দকার সামসুউদ্দিনসহ প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের হামলা, মামলা ও নির্যাতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পেয়েছি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ । দলীয় কার্যক্রম গতিশীল ও দলকে সুসংঠিত করতে চলতি বছরের ৫ জানু্য়ারি নুরুল ইসলাম আনছারকে আহবায়ক এবং লুৎফর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। তাঁরা সম্পর্কে বিয়াই। উক্ত কমিটি কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমে ওয়ার্ড কমিটি এবং পরে ইউনিয়ন কমিটি গঠন করবেন। সেই লক্ষ্যে উপজেলার ১১ টি ইউনিয়নে ১১ টি সার্চ কমিটি এবং একটি কাউন্সিল কমিটি গঠন করেছেন দুই বিয়াই। তবে এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢুকানো হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন দুই বিয়াই।’

তারা আরো বলেছেন, ‘ কমিটি করার লক্ষ্যে গঠিত কাউনসিল কমিটিত আহবায়কের শ্যালক রাজু আহমেদ বিপ্লবকে প্রধান করা হয়েছে। যিনি কুমারখালী পৌরসভার উচ্চমান হিসাবরক্ষক। এছাড়াও এই কমিটিতে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান টুটুল এবং কর্মচারী সাইদুল ইসলামকে সদস্য করা হয়েছে। যারা আওয়ামী লীগের দোষর।’

দুই বিয়াই মিলেমিশে কুমারখালীর বিএনপিকে বিয়াই এ্যান্ড বিয়াই কোম্পানিতে পরিনিত করেছেন উল্লেখ করে বক্তারা বলেছেন, দলীয় কোনো কার্যক্রমে আহবায়ক ও সদস্য সচিব কমিটির অন্য নেতাকর্মীদের ডাকেন না। নিজেরায় তাদের আত্মীয় স্বজন ও পৌরসভার কর্মচারী দিয়ে পকেট কমিটি গঠন করে বেড়াচ্ছে।

এ সব বিষয়ে জেলা কমিটিতে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। দ্রুত উপজেলা বিএনপির আহবায়ক কমিটি, সার্চ কমিটিসহ সকল কমিটি বাতিলের দাবি জানান তারা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।