ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল Logo মুন্সিগঞ্জে কার্টুন খুলে মিললো নবজাতকের মরদেহ Logo গাজীপুরে ব্যবসায়ীকে আটকের পর র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ Logo ক‍্যান্টিন বয় দিয়ে হলে হলে প্রচারণা চালানোর অভিযোগ বাকেরের বিরুদ্ধে Logo সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১ Logo ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ Logo নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল Logo অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের মাত্র ২৯ বছর বয়সেই বিষ্ফোরক ব্যাটার নিকোলাস পুরান। ঘোষণা করলেন ৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি। দিনকয়েক আগে মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তার রেশ কাটতে না কাটতেই সেই দলে নাম লেখালেন পুরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তার।

মঙ্গলবার (১০ জুন) ইনস্টাগ্রামে এক নোটের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন পুরান। তিনি লেখেন, ‘অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘এই খেলাকে আমি অনেক ভালোবাসি, আমাকে অনেক কিছু দিয়েছে। আনন্দ, উদ্দেশ্য, অম্লান স্মৃতি এবং ক্যারিবিয়ান জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ। মেরুন জার্সি পরা, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা এবং প্রতিবার মাঠে নামার সময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করা- এই অভিজ্ঞতাগুলোকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন।’

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পুরান। গত ৯ বছরে কোনো টেস্ট খেলেননি, খেলেছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৬১ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটিও ২০২৩ সালে। এরপর থেকে শুধু টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন। তবে চলতি বছরে আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

তবে এর মাঝেও তিনি বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি রানের মালিক। দলটার পক্ষে সর্বোচ্চ ম্যাচ ১০৬ ও সর্বোচ্চ ২২৭৫ রান করেছেন তিনি। একইসাথে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৪৯ ছক্কার রেকর্ডও তার, সব মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ।

আর ৬১ ওয়ানডেতে পুরানের আছে ১৯৮৩ রান। ৩ সেঞ্চুরির সাথে আছে ১১ ফিফটি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাবেন পুরান। সর্বশেষ মাঠে নেমেছেন সদ্য সমাপ্ত আইপিএলে। এই টুর্নামেন্টে লক্ষ্ণৌর হয়ে ৫০০ রান করার পথে মেরেছেন আসরের সর্বোচ্চ ৪০ ছক্কা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

আপডেট সময় ০১:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের মাত্র ২৯ বছর বয়সেই বিষ্ফোরক ব্যাটার নিকোলাস পুরান। ঘোষণা করলেন ৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি। দিনকয়েক আগে মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তার রেশ কাটতে না কাটতেই সেই দলে নাম লেখালেন পুরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তার।

মঙ্গলবার (১০ জুন) ইনস্টাগ্রামে এক নোটের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন পুরান। তিনি লেখেন, ‘অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘এই খেলাকে আমি অনেক ভালোবাসি, আমাকে অনেক কিছু দিয়েছে। আনন্দ, উদ্দেশ্য, অম্লান স্মৃতি এবং ক্যারিবিয়ান জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ। মেরুন জার্সি পরা, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা এবং প্রতিবার মাঠে নামার সময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করা- এই অভিজ্ঞতাগুলোকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন।’

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পুরান। গত ৯ বছরে কোনো টেস্ট খেলেননি, খেলেছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৬১ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটিও ২০২৩ সালে। এরপর থেকে শুধু টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন। তবে চলতি বছরে আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

তবে এর মাঝেও তিনি বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি রানের মালিক। দলটার পক্ষে সর্বোচ্চ ম্যাচ ১০৬ ও সর্বোচ্চ ২২৭৫ রান করেছেন তিনি। একইসাথে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৪৯ ছক্কার রেকর্ডও তার, সব মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ।

আর ৬১ ওয়ানডেতে পুরানের আছে ১৯৮৩ রান। ৩ সেঞ্চুরির সাথে আছে ১১ ফিফটি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাবেন পুরান। সর্বশেষ মাঠে নেমেছেন সদ্য সমাপ্ত আইপিএলে। এই টুর্নামেন্টে লক্ষ্ণৌর হয়ে ৫০০ রান করার পথে মেরেছেন আসরের সর্বোচ্চ ৪০ ছক্কা।