ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী Logo গাইবান্ধা নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক অবশেষে বিয়ে Logo যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ Logo পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে মুনিরীয়ার পীরের পুকুর ভরাট Logo নাটোর-০২ আসনে বিএনপিতে দুগ্রুপের কোন্দল, মাঠ গোছাচ্ছে জামায়াত Logo গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর স্বরূপ সাহিত্যের সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান Logo ‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আ. লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ Logo আন্তর্জাতিক অলিম্পিয়াডে পুরস্কার অর্জন করেন কুষ্টিয়ার মস্তাহসিন Logo লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : ম্যাথিউ মিলার

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : ম্যাথিউ মিলার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় ইসরায়েল ‘নিঃসন্দেহে’ যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসন ইসরায়েল বিষয়ে যে দৃষ্টিভঙ্গি লালন করত মিলারের এই বক্তব্য তা থেকে অনেক দূরে। এটি বাইডেন প্রশাসনের সরকারি অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গতকাল সোমবার প্রচারিত স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অঞ্চলটিতে ত্রাণ ও অন্যান্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় গাজায় ইসরায়েল গণহত্যা চলাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি এটিকে গণহত্যা মনে করেন না, তবে যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি নিশ্চিত।

মিলার বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি গণহত্যা, তবে এটি নিঃসন্দেহে সত্য যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’ সাবেক এই মুখপাত্র তাঁর সাবেক ভূমিকার সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যাখ্যা করেন, তিনি ওই মঞ্চ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেন না।

মিলার বলেন, ‘যখন আপনি মঞ্চে থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে মিলার পদ্ধতিগত রাষ্ট্রীয় নীতি এবং স্বতন্ত্র সামরিক পদক্ষেপের মধ্যে পার্থক্য করেছেন। তিনি পরামর্শ দেন যে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত সরকারি নীতির অংশ হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, ‘এমন কিছু স্বতন্ত্র ঘটনা ঘটেছে যা যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : ম্যাথিউ মিলার

আপডেট সময় ১২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় ইসরায়েল ‘নিঃসন্দেহে’ যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসন ইসরায়েল বিষয়ে যে দৃষ্টিভঙ্গি লালন করত মিলারের এই বক্তব্য তা থেকে অনেক দূরে। এটি বাইডেন প্রশাসনের সরকারি অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গতকাল সোমবার প্রচারিত স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অঞ্চলটিতে ত্রাণ ও অন্যান্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় গাজায় ইসরায়েল গণহত্যা চলাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি এটিকে গণহত্যা মনে করেন না, তবে যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি নিশ্চিত।

মিলার বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি গণহত্যা, তবে এটি নিঃসন্দেহে সত্য যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’ সাবেক এই মুখপাত্র তাঁর সাবেক ভূমিকার সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যাখ্যা করেন, তিনি ওই মঞ্চ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেন না।

মিলার বলেন, ‘যখন আপনি মঞ্চে থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে মিলার পদ্ধতিগত রাষ্ট্রীয় নীতি এবং স্বতন্ত্র সামরিক পদক্ষেপের মধ্যে পার্থক্য করেছেন। তিনি পরামর্শ দেন যে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত সরকারি নীতির অংশ হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, ‘এমন কিছু স্বতন্ত্র ঘটনা ঘটেছে যা যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে।’