ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত : ৩৬ ঘণ্টা পর মিলল প্রদীপের লাশ

ঢাকাভয়েস ডেক্স: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক প্রদীপ বৈদ্যের (২৩) লাশ ৩৬ ঘণ্টা পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে বিএসএফ এই লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।

প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দওগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার বিষয়টি নিশ্চিত করে  জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজিবির কাছে প্রদীপের লাশ হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি লাশটি কুলাউড়া থানাকে বুঝিয়ে দেয়।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে কাঁটাতারের পাশেই ঘটনাস্থলে প্রদীপ বৈদ্য নিহত হন।

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘বিএসএফ আজ বাংলাদেশী যুবক প্রদীপের লাশ হস্তান্তর করেছে।’

পুলিশ আরো জানায়, প্রদীপের ময়নাতদন্ত ভারতেই সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশ নিহতের লাশ স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত : ৩৬ ঘণ্টা পর মিলল প্রদীপের লাশ

আপডেট সময় ০১:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

ঢাকাভয়েস ডেক্স: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক প্রদীপ বৈদ্যের (২৩) লাশ ৩৬ ঘণ্টা পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে বিএসএফ এই লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।

প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দওগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার বিষয়টি নিশ্চিত করে  জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজিবির কাছে প্রদীপের লাশ হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি লাশটি কুলাউড়া থানাকে বুঝিয়ে দেয়।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে কাঁটাতারের পাশেই ঘটনাস্থলে প্রদীপ বৈদ্য নিহত হন।

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘বিএসএফ আজ বাংলাদেশী যুবক প্রদীপের লাশ হস্তান্তর করেছে।’

পুলিশ আরো জানায়, প্রদীপের ময়নাতদন্ত ভারতেই সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশ নিহতের লাশ স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।