ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাতিয়ার মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ১৯ জন নিখোঁজ

হাতিয়ার মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ১৯ জন নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৯ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজারসংলগ্ন ডুবারচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিম বাজারসংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেছে। এর মধ্যে ১৯-২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। কোস্ট গার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।’

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানের শহিদ রায়হানের স্মরণে ছাত্রশিবিরের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

হাতিয়ার মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ১৯ জন নিখোঁজ

আপডেট সময় ০৬:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৯ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজারসংলগ্ন ডুবারচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিম বাজারসংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেছে। এর মধ্যে ১৯-২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। কোস্ট গার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।’