ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার Logo ৭ শতাধিক A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা রেটিনা Logo রোববার নির্বাচন ইস্যুতে বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Logo জরুরি বৈঠকে বসেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Logo জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি Logo নুরের উপরে হামলা চালানো মেরুন রঙের পোশাক পড়া যুবক ডিবির কেউ নয়: ডিবিপ্রধান Logo ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা Logo পাগলা মসজিদে সাড়ে ৪ ঘণ্টার গণনায় মিলল সাড়ে ৮ কোটি টাকা, এখনো চলছে গণনা Logo লক্ষ্মীপুরে অভিযানের ভিডিও করায় হেনস্তার শিকার সংবাদকর্মী Logo ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

গরু আনতে গিয়ে পানির স্রোতে প্রাণ গেল দুই বোনের

ঢাকাভয়েস ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে গিয়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে তিতাস নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া খালের স্রোতের পানিতে ভেসে যায় ওই দুই সহোদরা।

নিহতরা হলো, গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)। মিনার আলী কিছুদিন হলো বিদেশে গেছেন। তার চার সন্তানের মধ্যে এ দু’জনই বড় ছিল।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে যায়। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যায়। বিষয়টি জানতে পেরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে রাতভর খোঁজাখুঁজি করে। পুলিশ ও ফায়ার সার্ভিসও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

শনিবার সকাল ৬টার দিকে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় তিতাস নদীতে মারিয়ার লাশ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার লাশ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

মেয়েদের চাচা দুলাল আহমেদ বলেন, ‘সারারাত খুঁজেছি। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই চেষ্টা করেছে। সকালে নদীতে ভেসে উঠে মারিয়ার লাশ, সামিয়ারটা জালে আটকে ছিল। সব শেষ হয়ে গেল, আমাদের কলিজার টুকরোগুলো আর রইল না।’

স্থানীয় কৃষক জাহিদ মিয়া বলেন, ‘সন্ধ্যার আগে তারা খালের পাশে ছিল। হঠাৎ পানির চাপ বাড়ায় স্রোতে ভেসে গেছে। স্রোত এতটাই তীব্র ছিল যে কিছু করার সুযোগ পাইনি।’

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বর্ষাকালে নদী বা খালের আশপাশে চলাচলে সবাইকে আরো সতর্ক হতে হবে। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।’

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ‘খবর পেয়ে আমি এসিল্যান্ডসহ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। অনেক চেষ্টা করেও তখন তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকায় মাইকিং করে নিখোঁজ সংবাদ জানানো হয়। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

 

ঢাকাভয়েস২৪/সাদিক

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

গরু আনতে গিয়ে পানির স্রোতে প্রাণ গেল দুই বোনের

আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঢাকাভয়েস ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে গিয়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে তিতাস নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া খালের স্রোতের পানিতে ভেসে যায় ওই দুই সহোদরা।

নিহতরা হলো, গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)। মিনার আলী কিছুদিন হলো বিদেশে গেছেন। তার চার সন্তানের মধ্যে এ দু’জনই বড় ছিল।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে যায়। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যায়। বিষয়টি জানতে পেরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে রাতভর খোঁজাখুঁজি করে। পুলিশ ও ফায়ার সার্ভিসও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

শনিবার সকাল ৬টার দিকে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় তিতাস নদীতে মারিয়ার লাশ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার লাশ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

মেয়েদের চাচা দুলাল আহমেদ বলেন, ‘সারারাত খুঁজেছি। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই চেষ্টা করেছে। সকালে নদীতে ভেসে উঠে মারিয়ার লাশ, সামিয়ারটা জালে আটকে ছিল। সব শেষ হয়ে গেল, আমাদের কলিজার টুকরোগুলো আর রইল না।’

স্থানীয় কৃষক জাহিদ মিয়া বলেন, ‘সন্ধ্যার আগে তারা খালের পাশে ছিল। হঠাৎ পানির চাপ বাড়ায় স্রোতে ভেসে গেছে। স্রোত এতটাই তীব্র ছিল যে কিছু করার সুযোগ পাইনি।’

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বর্ষাকালে নদী বা খালের আশপাশে চলাচলে সবাইকে আরো সতর্ক হতে হবে। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।’

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ‘খবর পেয়ে আমি এসিল্যান্ডসহ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। অনেক চেষ্টা করেও তখন তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকায় মাইকিং করে নিখোঁজ সংবাদ জানানো হয়। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

 

ঢাকাভয়েস২৪/সাদিক