ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন, সেনাপ্রধানই থাকছেন মূল ক্ষমতায় Logo সংগঠনের এক নেতাকে কামড় দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Logo নাহিদ ইসলাম কে ফেসবুক চ্যালেঞ্জ দিয়ে যা বললেন সাদিক কায়েম Logo সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, আটক ৬ Logo জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আদালতের নিষেধাজ্ঞা Logo সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখনো পর্যন্ত Logo রংপুরে জমি বন্ধকের টাকার জেরে নিহত যুবক Logo সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার,কাল থেকে অনলাইনে আবেদন শুরু Logo ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নিয়েছে কানাডার Logo দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

সিরাজগঞ্জে ৭১ টন সরকারি চাল জব্দ, ছাত্রদলের ৭ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৭১ মে. টন সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় রায়গঞ্জের ছাত্রদলের ৭ নেতাকর্মীকে আটক করা হলেও সিরাজগঞ্জ শহরের কেউ আটক হয়নি।

গতকার শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহসভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন, সহসভাপতি আব্দুল মতিন ও এদের সহযোগী ফিরোজ ও ইমরান।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলায় সেনা ক্যাম্পের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। ওই সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ন্যায্য মূল্যের ৬৫ টন চাল জব্দ করা হয়।

অপরদিকে, একই সময়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৬ টন সরকারি চাল জব্দ এবং এর সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন শুক্রবার রাতে জানায়, মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ৬৫ টন চাল জব্দ করা হয়েছে। ওই মিলের অভ্যন্তরে দিনভর জব্দকৃত চাল পরিমাপ করে তা সরকারি গোডাউনে হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মিল মালিক ইয়াকুব আলীসহ জড়িতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
ইউএনও আরো বলেন, উদ্ধার হওয়া চালগুলো ভিজিএফ বা ভিজিডিসহ সরকারি বিভিন্ন প্রকল্পের। যা অবৈধভাবে ক্রয় করে গুদামজাত করে রাখা হয়েছিল।

অপরদিকে, রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা বলেন, চাল জব্দ ও ৭ জন আটকের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন, সেনাপ্রধানই থাকছেন মূল ক্ষমতায়

সিরাজগঞ্জে ৭১ টন সরকারি চাল জব্দ, ছাত্রদলের ৭ নেতাকর্মী আটক

আপডেট সময় ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৭১ মে. টন সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় রায়গঞ্জের ছাত্রদলের ৭ নেতাকর্মীকে আটক করা হলেও সিরাজগঞ্জ শহরের কেউ আটক হয়নি।

গতকার শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহসভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন, সহসভাপতি আব্দুল মতিন ও এদের সহযোগী ফিরোজ ও ইমরান।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলায় সেনা ক্যাম্পের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। ওই সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ন্যায্য মূল্যের ৬৫ টন চাল জব্দ করা হয়।

অপরদিকে, একই সময়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৬ টন সরকারি চাল জব্দ এবং এর সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন শুক্রবার রাতে জানায়, মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ৬৫ টন চাল জব্দ করা হয়েছে। ওই মিলের অভ্যন্তরে দিনভর জব্দকৃত চাল পরিমাপ করে তা সরকারি গোডাউনে হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মিল মালিক ইয়াকুব আলীসহ জড়িতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
ইউএনও আরো বলেন, উদ্ধার হওয়া চালগুলো ভিজিএফ বা ভিজিডিসহ সরকারি বিভিন্ন প্রকল্পের। যা অবৈধভাবে ক্রয় করে গুদামজাত করে রাখা হয়েছিল।

অপরদিকে, রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা বলেন, চাল জব্দ ও ৭ জন আটকের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।