ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, তীব্র নিন্দা জামায়াতের Logo সমালোচনার মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী Logo লালপুরে প্রাইভেটকার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ঈদের জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঈদের নতুন কাপড় না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত কিশোরীর নাম রিপু আক্তার (১৫)। সে দুওসুও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং জিয়াখোর গ্রামের ইজিবাইক চালক নুর ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নতুন পোশাকের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল রিপু। তবে অর্থের অভাবে তাৎক্ষণিকভাবে পোশাক কিনে দিতে পারেননি তারা। এতে অভিমান করে বৃহস্পতিবার স্কুলে যায়নি রিপু। বিকেলে পরিবারের সঙ্গে মাঠ থেকে গরু আনার পর ঘরে ফিরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে।

রিপুর মা ফরিদা বেগম জানায় , “টাকা জোগাড় হলে কাপড় কিনে দেব বলেছিলাম। কিন্তু অভিমান করে সে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। টের পেয়ে আমরা দ্রুত ফাঁস খুলে ভ্যানে করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় আমার মেয়ে।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই অভাব-অনটনের এই বাস্তবতায় কিশোরীর এমন করুণ পরিণতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে ঈদের জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঈদের নতুন কাপড় না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত কিশোরীর নাম রিপু আক্তার (১৫)। সে দুওসুও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং জিয়াখোর গ্রামের ইজিবাইক চালক নুর ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নতুন পোশাকের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল রিপু। তবে অর্থের অভাবে তাৎক্ষণিকভাবে পোশাক কিনে দিতে পারেননি তারা। এতে অভিমান করে বৃহস্পতিবার স্কুলে যায়নি রিপু। বিকেলে পরিবারের সঙ্গে মাঠ থেকে গরু আনার পর ঘরে ফিরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে।

রিপুর মা ফরিদা বেগম জানায় , “টাকা জোগাড় হলে কাপড় কিনে দেব বলেছিলাম। কিন্তু অভিমান করে সে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। টের পেয়ে আমরা দ্রুত ফাঁস খুলে ভ্যানে করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় আমার মেয়ে।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই অভাব-অনটনের এই বাস্তবতায় কিশোরীর এমন করুণ পরিণতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।