ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টাইগারদের বিপক্ষে পাকিস্তান, প্রশ্ন শুনেই শাহীন আফ্রিদির পাল্টা প্রশ্ন ‘টাইগার কারা?’ Logo রাজধানীর বিভিন্ন স্থানে আ. লীগের ঝটিকা মিছিল, ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার Logo ছাত্রদল নেতার উদ্যোগে জবি ছাত্রী হলে স্যানিটারি ভেন্ডিং মেশিন Logo ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে অভিযোগ, অবস্থান জানালো ঢাবি কর্তৃপক্ষ Logo শিক্ষার্থীদের আয়োজনে রাবির ক্যান্টিন কর্মচারী যুগলের বিয়ে Logo সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক Logo মিছিলের প্রস্তুতিকালে ফার্মগেট থেকে প্রায় অর্ধশত আ.লীগ নেতাকর্মী আটক Logo ডিম ছোড়ার মতো অপকর্ম আ.লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু Logo এসপির প্রভাবে কমলনগরে ত্রাসের রাজত্ব ‘হোসেন সমস্যা’ Logo ভোলায় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন থেকে গ্যাসের বদলে বের হচ্ছে পানি

নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি এলাকায় তিতাসের পাইপলাইনে গ্যাসের পরিবর্তে পানি বের হচ্ছে। নেই জ্বালানি গ্যাসের সরবরাহ । অনেকে তিতাসের স্থানীয় কার্যালয়ে অভিযোগ করে প্রতিকার না পেয়ে নিজেরাই পাইপলাইনের রাইজার খুলে পানি বের করছেন। এরপরও পুরোপুরি পানি বের করা যাচ্ছে না। পানিতে গ্যাসের পাইপলাইন ভরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, ইসদাইর, কোতালেরবাগসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে পানি পাওয়া যাচ্ছে। পাইপলাইন পানিতে ভরে থাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ওই চার এলাকার ১০ হাজারের বেশি গ্রাহক গ্যাসের পাইপলাইনের ভেতরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন। তাঁরা গ্যাস পাচ্ছেন না।

পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢোকার বিষয়টি স্বীকার করেছেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মামুনার রশিদ। তিনি বলেন, তিতাসের পুরোনো পাইপলাইনে বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে। যখন গ্যাস থাকে না, তখন ছিদ্রগুলো দিয়ে পাইপলাইনের ভেতর পানি ঢুকে পড়ছে। আবার গ্যাস সরবরাহ শুরু হলে পানি আবার বেরিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের পুরো গ্যাস নেটওয়ার্কে নতুন করে পাইপলাইন স্থাপনের কাজ শুরু করা হবে। ইতিমধ্যে প্রকল্পের অনুমোদন হয়ে গেছে।

এলাকাবাসী জানান, তাঁদের এলাকায় তিতাসের মূল পাইপলাইনের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র দিয়ে যখন গ্যাসের সরবরাহ না থাকে, তখন পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ছে। প্রত্যেক গ্রাহকের বাড়ির পাইপলাইন পানিতে ভর্তি। তিতাসের অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সরেজমিন ও খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার, কাশিপুর, ভোলাইল, হাটখোলা, বন্দর উপজেলার নবীগঞ্জ, নরসিংহপুরসহ জেলার বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের সংকট চলছে। ওই সব এলাকায় সকাল থেকে রাত অবধি তিতাস গ্যাসের পাইপলাইনে গ্যাস মিলছে না। বিষয়টি তিতাসকে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত।

বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। গ্যাস–সংকটের কারণে অনেকে বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ও কেরোসিনের স্টোভ ও লাকড়ি ব্যবহার করছেন। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তিতাস গ্যাসকে বিল পরিশোধের পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া’

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন থেকে গ্যাসের বদলে বের হচ্ছে পানি

আপডেট সময় ১২:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি এলাকায় তিতাসের পাইপলাইনে গ্যাসের পরিবর্তে পানি বের হচ্ছে। নেই জ্বালানি গ্যাসের সরবরাহ । অনেকে তিতাসের স্থানীয় কার্যালয়ে অভিযোগ করে প্রতিকার না পেয়ে নিজেরাই পাইপলাইনের রাইজার খুলে পানি বের করছেন। এরপরও পুরোপুরি পানি বের করা যাচ্ছে না। পানিতে গ্যাসের পাইপলাইন ভরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, ইসদাইর, কোতালেরবাগসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে পানি পাওয়া যাচ্ছে। পাইপলাইন পানিতে ভরে থাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ওই চার এলাকার ১০ হাজারের বেশি গ্রাহক গ্যাসের পাইপলাইনের ভেতরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন। তাঁরা গ্যাস পাচ্ছেন না।

পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢোকার বিষয়টি স্বীকার করেছেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মামুনার রশিদ। তিনি বলেন, তিতাসের পুরোনো পাইপলাইনে বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে। যখন গ্যাস থাকে না, তখন ছিদ্রগুলো দিয়ে পাইপলাইনের ভেতর পানি ঢুকে পড়ছে। আবার গ্যাস সরবরাহ শুরু হলে পানি আবার বেরিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের পুরো গ্যাস নেটওয়ার্কে নতুন করে পাইপলাইন স্থাপনের কাজ শুরু করা হবে। ইতিমধ্যে প্রকল্পের অনুমোদন হয়ে গেছে।

এলাকাবাসী জানান, তাঁদের এলাকায় তিতাসের মূল পাইপলাইনের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র দিয়ে যখন গ্যাসের সরবরাহ না থাকে, তখন পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ছে। প্রত্যেক গ্রাহকের বাড়ির পাইপলাইন পানিতে ভর্তি। তিতাসের অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সরেজমিন ও খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার, কাশিপুর, ভোলাইল, হাটখোলা, বন্দর উপজেলার নবীগঞ্জ, নরসিংহপুরসহ জেলার বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের সংকট চলছে। ওই সব এলাকায় সকাল থেকে রাত অবধি তিতাস গ্যাসের পাইপলাইনে গ্যাস মিলছে না। বিষয়টি তিতাসকে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত।

বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। গ্যাস–সংকটের কারণে অনেকে বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ও কেরোসিনের স্টোভ ও লাকড়ি ব্যবহার করছেন। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তিতাস গ্যাসকে বিল পরিশোধের পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।