ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৭৭ Logo দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরিক্ষা’২৪ অনুষ্ঠিত Logo  নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত Logo প্রশিক্ষণরত ৫৯ এসআইকে একাডেমিতে শোকজ Logo সিরাজগঞ্জে ২৮ অক্টোবর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠিত Logo টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত Logo বেসরকারি খাতের উন্নয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক : গভর্নর Logo গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আইন উপদেষ্টা

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে বেশিরভাগই বেঁচে ফিরেন। কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৮বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা। তবে যথাযথ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। তখন তার তার হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল। তবে এবার আর ক্কিছুতেই কাজ হলো না।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সংস্থাটি, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও (জিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

 

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

আপডেট সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে বেশিরভাগই বেঁচে ফিরেন। কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৮বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা। তবে যথাযথ চিকিৎসায় সে যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। তখন তার তার হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল। তবে এবার আর ক্কিছুতেই কাজ হলো না।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সংস্থাটি, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও (জিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।