ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রী সংস্থা, ভিসিকে দিল স্মারকলিপি Logo কবিয়াল সাহিত্য পরিষদের আয়োজনে  ১২৬তম নজরুল জন্মোৎসব; ‘তোমারে ভোলা কঠিন ‘ Logo সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে বৈবিছা্আ এর আহ্বায়ককে মারধরের অভিযোগ Logo হামজা-সামিত-ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা Logo হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বিচ্ছিন্ন, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Logo কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু Logo ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র Logo জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভায় ভুলে ভরা ব্যানার, বিব্রত কর্মীরা Logo সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ Logo ৮ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

সীমান্তে বিএসএফের গুলি: বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৪ রাউন্ড গুলি চালিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। এরপর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি স্থানীয়রাও অবস্থান নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭ এর ১ সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন।

পুশইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ী গ্রামবাসীসহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারাও অবস্থান নেন।

স্থানীয় ইউনুস আলী, রানা পারভেজ, ফারুক, সাইদুর রহমানসহ অনেকে বলেন, ভোরে ভারতের বিএসএফ অবৈধভাবে ভারতীয় ১৪ জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে বিজিবির টহলরত সদস্যরা ওই নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ গালাগালি করে গুলি চালায়।

তারা আরও বলেন, সীমান্তের ওপারে রাস্তার নিচে অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবস্থান নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রী সংস্থা, ভিসিকে দিল স্মারকলিপি

সীমান্তে বিএসএফের গুলি: বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান

আপডেট সময় ০৯:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৪ রাউন্ড গুলি চালিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। এরপর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি স্থানীয়রাও অবস্থান নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭ এর ১ সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন।

পুশইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ী গ্রামবাসীসহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারাও অবস্থান নেন।

স্থানীয় ইউনুস আলী, রানা পারভেজ, ফারুক, সাইদুর রহমানসহ অনেকে বলেন, ভোরে ভারতের বিএসএফ অবৈধভাবে ভারতীয় ১৪ জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে বিজিবির টহলরত সদস্যরা ওই নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ গালাগালি করে গুলি চালায়।

তারা আরও বলেন, সীমান্তের ওপারে রাস্তার নিচে অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবস্থান নিয়েছে।