ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রী সংস্থা, ভিসিকে দিল স্মারকলিপি Logo কবিয়াল সাহিত্য পরিষদের আয়োজনে  ১২৬তম নজরুল জন্মোৎসব; ‘তোমারে ভোলা কঠিন ‘ Logo সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে বৈবিছা্আ এর আহ্বায়ককে মারধরের অভিযোগ Logo হামজা-সামিত-ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা Logo হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বিচ্ছিন্ন, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Logo কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু Logo ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র Logo জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভায় ভুলে ভরা ব্যানার, বিব্রত কর্মীরা Logo সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ Logo ৮ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবি আদায়ের লক্ষে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করব।”

এর আগে শিক্ষকরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

শিক্ষকদের তিনটি দাবি হলো:
১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূরীকরণ,
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতি প্রদান।

এছাড়াও শিক্ষকরা আরও দাবি করেছেন, বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার নিশ্চয়তা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেন কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে ৪ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত।

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ছাত্রী সংস্থা, ভিসিকে দিল স্মারকলিপি

আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

আপডেট সময় ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবি আদায়ের লক্ষে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করব।”

এর আগে শিক্ষকরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

শিক্ষকদের তিনটি দাবি হলো:
১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূরীকরণ,
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতি প্রদান।

এছাড়াও শিক্ষকরা আরও দাবি করেছেন, বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার নিশ্চয়তা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেন কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে ৪ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত।