ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুপেয় ঠান্ডা পানির চাহিদা পূরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি নিজস্ব অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও হোস্টেলে ৬০টিরও বেশি আধুনিক ওয়াটার ফিল্টার ও ঠান্ডা পানির ডিসপেনসার স্থাপন করেছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির সংকট বিবেচনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাবি শিবির। প্রতিটি আবাসিক হলের প্রতিটি ভবনে অন্তত একটি করে ফিল্টার বসানো হয়েছে। এছাড়া আইবিএ হোস্টেলসহ অন্যান্য হোস্টেলগুলোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
ঢাবি শিবিরের সভাপতি ফরহাদ হোসাইন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ ও ঠান্ডা পানির তীব্র সংকট ছিল। আমরা ছাত্রদের এই মৌলিক চাহিদার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছি। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। এই প্রকল্পে শুধু ফিল্টার বসানো নয়, বরং এর রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত সার্ভিস দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা চাই, একজন শিক্ষার্থীও যেন বিশুদ্ধ পানির অভাবে কষ্ট না পায়।”
বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতে, এটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে একটি ইতিবাচক পদক্ষেপ, যা অন্য সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে।