খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানটি পুড়ে যায় এবং ট্রাক্টরের চার শ্রমিক আহত হন।
শনিবার (২৪ মে) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
আশঙ্কাজনক আহতরা হলেন:১.মো. আঃ রহিম (৩০) ২.মোঃ শাহিন (২৮) ৩.রমজান আলী (২৭) ৪.থৈঅংগ্য মারমা(২৭)
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলুটিলা টানেল সংলগ্ন সড়কে পাহাড়ি বাঁকে এই দুর্ঘটনা ঘটে। উঁচু-নিচু ও আঁকাবাঁকা রাস্তায় গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানের সামনের অংশে আগুন ধরে যায়, যা দ্রুত পুরো কেবিনে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।