মুন্সীগঞ্জে সদরের মুক্তারপুর পুলিশের গোয়েন্দা শাখার(ডিবি) অভিযানে ২৮কেজি গাঁজা সহ মোঃ সাহাবুদ্দিন পেদা (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে মুক্তারপুরস্থ একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাবুদ্দিন বরগুনার চাউলো বাজার গ্রামের নাছির পেদার ছেলে। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
মুন্সীগঞ্জ পুলিশে গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইশতিয়াক আশরাফ জানান, মুক্তারপুর এলাকায় মাদকের চোরাচালন হচ্ছে এমন একটি খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় মুক্তারপুরস্থ জনৈক মোঃ পারভেজ ফরাজীর দোকান থেকে সাহাবুদ্দিনকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা একটি পিকআপ তল্লাসি করে দু্টি প্লাস্টিকের বস্তার মধ্যে ৭ পোটলা কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদকের মূল্য ৫লক্ষাধিক টাকা। এঘটনায় মাদক বহনে ব্যবহৃত পিকআপি জব্দ করাহয়েছে।
ওসি আরো বলেন, অভিযুক্ত মোঃ সাহাবুদ্দিন পেদার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।