ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগের ছয় এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগে ছয় এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা জেলায় সাবেক ৬ সংসদ সদস্যসহ ৮৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সভাপতি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও আসামি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি।

বাদী জীম অভিযোগ করেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা চালায় আসামিরা। তারা দলবদ্ধভাবে হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার মতো তাণ্ডব চালায়। এই ঘটনায় তিনি নিজেও গুলিবিদ্ধ হন বলে দাবি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগের ছয় এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

গাইবান্ধা জেলায় সাবেক ৬ সংসদ সদস্যসহ ৮৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সভাপতি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও আসামি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি।

বাদী জীম অভিযোগ করেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা চালায় আসামিরা। তারা দলবদ্ধভাবে হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার মতো তাণ্ডব চালায়। এই ঘটনায় তিনি নিজেও গুলিবিদ্ধ হন বলে দাবি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।