ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজের দিল্লি বিদায়, প্লে-অফে মুম্বাই

দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে, দেন মাত্র ৩ রান। তবে শুরুটা যতটা ভালো হয়েছিল, এরপর আর তেমন ছন্দে থাকতে পারেননি এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

কিন্তু শেষ পর্যন্ত তার দল দিল্লি ক্যাপিটালস পারেনি জয়ের মুখ দেখতে। ঘরের মাঠে ৫৯ রানে হার মানতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই। অন্যদিকে এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে দিল্লি।

টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ব্যাট হাতে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৫, উইল জ্যাকস ২১ এবং নামান ধির ৮ বলে অপরাজিত ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই সংগ্রহ করে ১৮০ রান।

জবাবে দিল্লির ইনিংস ধসে পড়ে দ্রুতই। লোকেশ রাহুল ১১, সামির রিজভি ৩৯, ভিপরাজ নিগম ২০ এবং আশুতোষ শর্মা ১৮ রান করলেও বাকিরা একেবারেই ব্যর্থ। ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজ ফিরেন শূন্য রানে, বোল্ড হন জাসপ্রিত বুমরাহর বলে।

এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকেই বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগুন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো জামায়াতে

মুস্তাফিজের দিল্লি বিদায়, প্লে-অফে মুম্বাই

আপডেট সময় ১২:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে, দেন মাত্র ৩ রান। তবে শুরুটা যতটা ভালো হয়েছিল, এরপর আর তেমন ছন্দে থাকতে পারেননি এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

কিন্তু শেষ পর্যন্ত তার দল দিল্লি ক্যাপিটালস পারেনি জয়ের মুখ দেখতে। ঘরের মাঠে ৫৯ রানে হার মানতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই। অন্যদিকে এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে দিল্লি।

টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ব্যাট হাতে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৫, উইল জ্যাকস ২১ এবং নামান ধির ৮ বলে অপরাজিত ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই সংগ্রহ করে ১৮০ রান।

জবাবে দিল্লির ইনিংস ধসে পড়ে দ্রুতই। লোকেশ রাহুল ১১, সামির রিজভি ৩৯, ভিপরাজ নিগম ২০ এবং আশুতোষ শর্মা ১৮ রান করলেও বাকিরা একেবারেই ব্যর্থ। ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজ ফিরেন শূন্য রানে, বোল্ড হন জাসপ্রিত বুমরাহর বলে।

এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকেই বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস।