সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত বহুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিদাসগাতি গ্রামের আব্দুল হামিদ সরকারের বাড়িতে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ বুধবার ( ১৯ মে ) বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং আর্থিকভাবে কিছু সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, কাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। আরও উপস্থিত ছিলেন সদর থানার সম্মানিত সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমান, বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর জনাব আব্দুল মালেক খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর থানার সহ-সভাপতি আমিনুল ইসলাম এবং বহুলী ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিম খান।
এছাড়াও আরও অন্যান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।