ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন ফিরেছে দেশে: বাণিজ্য উপদেষ্টা

রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন ফিরেছে দেশে: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও তাদের কিছু কার্যকর পদক্ষেপের ফলে দেশের রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “সরকারি ও বেসরকারি উভয় স্তরে বিগত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং বাজারে স্বাভাবিক প্রতিযোগিতার পরিবেশও ধ্বংস করা হয়েছে।”

তবে বর্তমান সরকার নীতিনির্ধারণে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলেই রপ্তানি ও প্রবাসী আয় ঘুরে দাঁড়িয়েছে, বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২০ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ক্ষমতায় এসে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে।

তিনি বলেন, ‘১৫ বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমাদের ক্রনিজ (ঘনিষ্ঠ বন্ধু দল) তৈরি হয়েছে। সম্পদের অসম্ভব রকম অসম বণ্টন তৈরি হয়েছে এবং এ অসম বণ্টন এমন কিছু ক্রনিজ তৈরি করেছে, যারা মার্কেটে নতুন প্রতিযোগীকে প্রবেশে বাধাগ্রস্ত করছে।

এ সময় তিনি বলেন, ‘অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিল। যে কারণে সাধারণ মানুষ খুব বেশি সুফল পায়নি। দেশের মানুষকে তাদের প্রাত্যহিক জীবনে প্রতিযোগিতার সুফল দিতে হলে এ কমিশনকে সে জায়গায় নিয়ে যেতে হবে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের নিন্দা জানিয়ে প্রজেকশন মিটিং স্থগিত করল শিবির সমর্থিত প্যানেল

রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন ফিরেছে দেশে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৯:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও তাদের কিছু কার্যকর পদক্ষেপের ফলে দেশের রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “সরকারি ও বেসরকারি উভয় স্তরে বিগত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং বাজারে স্বাভাবিক প্রতিযোগিতার পরিবেশও ধ্বংস করা হয়েছে।”

তবে বর্তমান সরকার নীতিনির্ধারণে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলেই রপ্তানি ও প্রবাসী আয় ঘুরে দাঁড়িয়েছে, বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২০ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ক্ষমতায় এসে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে।

তিনি বলেন, ‘১৫ বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমাদের ক্রনিজ (ঘনিষ্ঠ বন্ধু দল) তৈরি হয়েছে। সম্পদের অসম্ভব রকম অসম বণ্টন তৈরি হয়েছে এবং এ অসম বণ্টন এমন কিছু ক্রনিজ তৈরি করেছে, যারা মার্কেটে নতুন প্রতিযোগীকে প্রবেশে বাধাগ্রস্ত করছে।

এ সময় তিনি বলেন, ‘অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিল। যে কারণে সাধারণ মানুষ খুব বেশি সুফল পায়নি। দেশের মানুষকে তাদের প্রাত্যহিক জীবনে প্রতিযোগিতার সুফল দিতে হলে এ কমিশনকে সে জায়গায় নিয়ে যেতে হবে।