ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা Logo ‘শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে’ Logo বিলুপ্তির পথ থেকে জৌলুস ফিরে পাচ্ছে ৩শ বছর পুরনো জামালপুরে ঔতিহ্যবাহী শুটকির বাজার Logo জুলাই যোদ্ধাদের অবরোধ কর্মসূচি আজ Logo আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব: হিরো আলম Logo কুমিল্লা বিভাগের দাবিতে মহাসড়কে হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা Logo রায়পুরের দুই বোনের বিস্ময়কর সাফল্য: একসঙ্গে হাফেজা, একসঙ্গে জিপিএ-৫

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আজ চাঁপাইনবাবগঞ্জে আম বাগান, রেশম কারখানা এবং স্থলবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সকালে তিনি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার বোর্ড রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার আম রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, “চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে। এ জেলার আম, রেশম, কাঁসা-পিতল ও সুগন্ধি চালের বিশ্ববাজারে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”

তিনি আরও বলেন, “আমের শেলফ লাইফ বৃদ্ধি, পর্যাপ্ত হট ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা, আধুনিক প্যাকেজিং এবং কুল চেইন সংরক্ষণের মতো যেসব দাবির কথা রপ্তানিকারকরা জানিয়েছেন, সেগুলোর বাস্তবায়নে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবি’র (পণ্য) পরিচালক মো. শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম, চেম্বারের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম ও মো. আখতারুল ইসলাম রিমনসহ জেলার শীর্ষস্থানীয় আম রপ্তানিকারক ও ব্যবসায়ীরা।

উল্লেখ্য, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আজ চাঁপাইনবাবগঞ্জে আম বাগান, রেশম কারখানা এবং স্থলবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সকালে তিনি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার বোর্ড রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার আম রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, “চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে। এ জেলার আম, রেশম, কাঁসা-পিতল ও সুগন্ধি চালের বিশ্ববাজারে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”

তিনি আরও বলেন, “আমের শেলফ লাইফ বৃদ্ধি, পর্যাপ্ত হট ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা, আধুনিক প্যাকেজিং এবং কুল চেইন সংরক্ষণের মতো যেসব দাবির কথা রপ্তানিকারকরা জানিয়েছেন, সেগুলোর বাস্তবায়নে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবি’র (পণ্য) পরিচালক মো. শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম, চেম্বারের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম ও মো. আখতারুল ইসলাম রিমনসহ জেলার শীর্ষস্থানীয় আম রপ্তানিকারক ও ব্যবসায়ীরা।

উল্লেখ্য, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।