সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম (৪৫)। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১৫ জন।
আজ মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ারচর গ্রামে এ সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ওসি আছলাম আলী। জানা যায়, নিহত নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।