ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন Logo তারেক রহমানের কাছে সন্ত্রাসবাদ-চাঁদাবাজের ঠাই নেই: বিএনপি নেতা মধু Logo কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার Logo হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস Logo প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু Logo কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত Logo ডাকাতির চেষ্টায় গণপিটুনির শিকার সেই বিএনপি নেতা বহিষ্কার Logo জবির আইইআর-এ র‌্যাগিং, ১০ দিনেও উদ্যোগহীন পরিচালক; আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন : সিইসি Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

সাভারে প্রকাশ্যে রং মিস্ত্রীকে গুলি করে হত্যা

সাভারে পাকিজা স্ট্যান্ডের পাশে শাহিন নামে একজন রং মিস্ত্রীকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল পরিকল্পিত হত্যার দৃশ্য

সাভারের পাকিজা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সালাউদ্দিন বাবুর বাসার সামনে শাহিন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত।

সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে, যেখানে হত্যাকাণ্ডের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে।

নিহত শাহিন পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন এবং স্থানীয়ভাবে শান্ত স্বভাবের পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হত্যাকাণ্ডের আগে শাহিনকে ধাওয়া করা হয়। এরপর এক ব্যক্তি একটি দোকান থেকে বের হয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং আচমকাই গুলি চালান। গুলির পর হামলাকারী সামনে দিকে এগিয়ে যান, যা দেখে পুলিশ ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিও বিশ্লেষণে দেখা যাচ্ছে, এটি একটি সুপরিকল্পিত হত্যা। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।”

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। নিহত শাহিনের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের শনাক্ত করতে তারা বিভিন্ন সূত্রে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রত্যাশা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন

সাভারে প্রকাশ্যে রং মিস্ত্রীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৯:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সাভারে পাকিজা স্ট্যান্ডের পাশে শাহিন নামে একজন রং মিস্ত্রীকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল পরিকল্পিত হত্যার দৃশ্য

সাভারের পাকিজা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সালাউদ্দিন বাবুর বাসার সামনে শাহিন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত।

সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে, যেখানে হত্যাকাণ্ডের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে।

নিহত শাহিন পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন এবং স্থানীয়ভাবে শান্ত স্বভাবের পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হত্যাকাণ্ডের আগে শাহিনকে ধাওয়া করা হয়। এরপর এক ব্যক্তি একটি দোকান থেকে বের হয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং আচমকাই গুলি চালান। গুলির পর হামলাকারী সামনে দিকে এগিয়ে যান, যা দেখে পুলিশ ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিও বিশ্লেষণে দেখা যাচ্ছে, এটি একটি সুপরিকল্পিত হত্যা। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।”

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। নিহত শাহিনের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের শনাক্ত করতে তারা বিভিন্ন সূত্রে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রত্যাশা করছে।