ঐতিহাসিক কুরআন দিবসের পবিত্রতা আর মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করে, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবির – গাইবান্ধা সরকারি কলেজ শাখার ব্যতিক্রমী এক আয়োজন “ ( ২২ মে) কুরআনিক অলিম্পিয়াড-২৫” প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক অন্যরকম উন্মাদনা ছড়িয়ে পড়েছে জেলার কলেজ ও মাদ্রাসাগুলোতে, কারণ এতে অংশ নিতে পারছে জেলার সকল শিক্ষার্থী।
এই অভিনব আয়োজনের পেছনে মূল লক্ষ্য একটাই—তরুণ প্রজন্মকে আলোর পথের দিশারী করে গড়ে তোলা, পবিত্র কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে জীবনের অংশ করে তোলা। কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি এক আধ্যাত্মিক উৎসব, যেখানে জ্ঞানের দীপ্তি আর বিশ্বাসের আলো মিলেমিশে যাবে।
“কুরআনিক অলিম্পিয়াড-২৫”-এ থাকবে কুরআনের ইতিহাস, তাফসির, হাদীস ও ইসলামিক জ্ঞানের উপর ভিত্তি করে বাছাই করা প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীদের জন্য থাকছে স্মরণীয় সম্মাননা, আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট ।
উৎসবের আবহে ভরপুর এই আয়োজনটি যেন হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য এক ঈমানের মঞ্চ, যেখানে তারা নিজেদের জ্ঞান, আস্থা ও আদর্শকে যাচাই করতে পারবে।
কুরআনের আলোকে গড়া এ আয়োজন সময়ের দাবি মেটানোর এক সাহসী পদক্ষেপ।