নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ভোটকেন্দ্র পরিচালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল ৩:৩০-এ লালপুর উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল ওয়াহাব।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য ও নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ-প্রার্থী ও লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।