মুন্সীগঞ্জ জেলা জামায়াত শনিবার (১৭ মে) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের রয়েল পার্টি সেন্টারে রুকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন করে। জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মুবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারীর তত্ত্বাবধানে ও জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজীর পরিচালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালী, মো. আখতার হোসাইন, মাওলানা এ কে এম ইউসুফ, মাওলানা মোকসেদুর রহমান, খিদির আব্দুস ছালাম, মো. শাহজাহান, মাওলানা হেমায়েত উদ্দিন, মাওলানা এইচ এম বায়েজীদ, আহসান উল্লাহ মণ্ডল, মো. মজিবুর রহমান ও মো. ইব্রাহিম দেওয়ান প্রমুখ।