ঈদুল ফিতরে ‘বরবাদ’–এর সাফল্যের পর ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবার কোরবানি ঈদে হাজির হচ্ছেন নতুন অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’ নিয়ে। হিট-নির্মাতা রায়হান রাফির পরিচালিত ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে; সেই উন্মাদনা দ্বিগুণ করল রোববার (১৮ মে) সকালে মুক্তি পাওয়া ছবির অফিসিয়াল টিজার।
শাকিব খান সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে লিখেছেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”
দেড় মিনিটের টিজারে দেখা যায়—মুখোশধারী একটি গ্যাং একটি ভবনে ঢুকে সবাইকে জিম্মি করে; ধারণা করা যায় সেটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘাতে যায় গ্যাংটি। ব্যাকগ্রাউন্ড ভয়েস-ওভারে দেশবাসীকে ‘ঘরে অবস্থান’ করার অনুরোধ জানিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়, “তাণ্ডব আসছে।” শেষে গ্যাংয়ের প্রধান চরিত্রে থাকা শাকিব খান নিজের মুখোশ খুলে দর্শককে চমকে দেন। এক ঝলক ধরা পড়েছেন জয়া আহসানও।
অ্যাকশন ও সাসপেন্সে ঠাসা এই টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে; মন্তব্যবক্সে অনেকেই লিখছেন—আর তর সইছে না বড়পর্দায় ‘তাণ্ডব’ দেখার। ছবিটি কোরবানি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।