বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামী দেশে কুরআনের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
শনিবার সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে জামায়াতের কাফরুল দক্ষিণ থানা শাখা আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দেশে হযরত ওমর (রা.)-এর আদর্শ অনুসরণ করে ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি যুবসমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “বিশ্বের সব বড় অর্জন এসেছে যুবদের হাত ধরেই। দেশের বর্তমান সংকটময় সময়ে নতুন প্রজন্মকেই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসতে হবে।”
জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সে প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জনগণের ভোটে ক্ষমতায় গেলে আল্লাহভীতির ভিত্তিতে জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনা করব। কোনো পরাশক্তির কাছে মাথানত করব না।”
মোমিন জীবনের প্রকৃত সফলতা শাহাদাত — এমন বিশ্বাসের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, “নবুয়তের দরজা বন্ধ হলেও শাহাদাতের দরজা আজও খোলা। দ্বীনের পথে যদি কাউকে শাহাদাত বরণ করতে হয়, তবে সে সৌভাগ্য যেন আল্লাহ আমার ভাগ্যে দেন।”
তিনি সকল সহযোগী সদস্য ও যুবসমাজকে শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করে দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা উত্তর থানার আমীর আব্দুল আউয়াল আজম, শ্রমিক নেতা মিজানুর রহমান, ছাত্রনেতা নবিন, জামায়াত নেতা সালাউদ্দিন শাহিন, জাকির হোসেন, রুহুল আমীন, এনামুল হক ও আবু সাঈদ খুদরী প্রমুখ।